ইচ্ছা করলে নয়, যা যা শর্তে করানো যেতে পারে করোনা টেস্ট

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আপনি যদি মনে করেন করোনা টেস্ট করাবেন তাহলেই কি আপনি করোনা টেস্ট করাতে পারবেন? না আপনি মনে করলেই করোনা টেস্ট করাতে পারবেন না। মানুষের মন মর্জি মতো করোনা টেস্ট হবে না। কতকগুলি ক্ষেত্রেই একমাত্র একজন করোনা টেস্ট করাতে পারবেন, এ বিষয়ে একেবারে স্পষ্ট করে দিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

Advertisements

Advertisements

বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি বললেন, “মানুষের মধ্যে এই নিয়ে একটা প্রশ্ন ঘুরছে। প্রশ্নটা হলো, যে কেউ চাইলেই কি করোনা টেস্ট করাতে পারেন? না পারেন না।” এ প্রসঙ্গে তিনি ICMR নির্ধারিত প্রোটোকলের কথা বলেন। তিনি বলেন যে এই প্রোটোকল মেনেই টেস্ট করানো হয়। সাধারণ মানুষ চাইলেই করোনা টেস্ট করাতে পারবেন না। কতকগুলো ক্ষেত্র রয়েছে করোনা টেস্টের।

Advertisements

কতগুলি ক্ষেত্র আছে যে ক্ষেত্রে একজন মানুষ করোনা টেস্ট করাতে পারেন। সেই ক্ষেত্রগুলির বিষয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় উদাহরণ দিয়ে বুঝিয়ে বলেন,

শর্ত ১, যাদের মধ্যে উপসর্গ আছে।

শর্ত ২, যারা করোনা পজিটিভদের সংস্পর্শে এসেছেন।

শর্ত ৩, যাদের বাড়িঘর রয়েছে কন্টেইনমেন্ট জোনে।

শর্ত ৪, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পরিবারের লোকজন‌ চাইলেই টেস্ট করাতে পারেন।

শর্ত ৫, উপসর্গহীন ফ্রন্টলাইন ওয়ার্কার অথবা সংক্রামিতদের সংস্পর্শে আসা কেউ করোনা টেস্ট করতে পারবেন।

শর্ত ৬, কোনো অন্তঃসত্ত্বা মহিলাও করোনা টেস্ট করতে পারবেন।

স্বরাষ্ট্রসচিব বলেন, উপরিউক্ত এই শর্তগুলি ছাড়াও ICMR এর তালিকায় আরও কিছু শর্তের উল্লেখ রয়েছে।

আগে যেখানে রাজ্যের ১৫টি ল্যাবে করোনা পরীক্ষা হত এখন সেখানে আরও ১২টি ল্যাবে করোনার অনুমোদন চাওয়া হয়েছে। NRS মেডিক্যাল কলেজ ও বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রস্তুত, অপেক্ষা শুধু ICMR এর অনুমোদনের।

Advertisements