নিজস্ব প্রতিবেদন : মালদ্বীপের (Maldives) প্রেসিডেন্ট হিসেবে মহম্মদ মুইজু ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে দেখা যাচ্ছিল। তবে এই সম্পর্কের অবনতি রবিবার থেকে আরও খারাপের দিকে পৌঁছায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) লাক্ষাদ্বীপ (lakshadweep) ভ্রমণের পর দেশবাসীকে একবার ওই জায়গা ঘুরে আসার জন্য আহ্বান জানাতেই মালদ্বীপের নেতা-মন্ত্রীদের থেকে শুরু হয় কটাক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করার পাশাপাশি ভারতবিদ্বেষী মন্তব্যও করতে দেখা যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করার পাশাপাশি ভারতবিদ্বেষী মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে মালদ্বীপ বয়কটের ডাক তুলতে দেখা যাচ্ছে নেটিজেনদের। অনেকেই রয়েছেন যারা মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন। ইতিমধ্যেই একটি ট্যুর এজেন্সি সংস্থা তাদের গ্রাহকদের মালদ্বীপের টিকিট বাতিল করে দিয়েছে। এমন পরিস্থিতিতে মালদ্বীপের মতো সুন্দর সমুদ্র সৈকত এবং দ্বীপের খোঁজে রয়েছেন অনেক পর্যটক। তাদের জন্য ছবির মত সুন্দর ৫টি সমুদ্র সৈকত ও দ্বীপের খোঁজ নিয়ে আজ আমাদের এই প্রতিবেদন।
১) ছবির মত একটি সুন্দর সমুদ্র সৈকত ও দ্বীপের নাম হলো স্বরাজ দ্বীপ। এই দ্বীপের আগে নাম ছিল হ্যাভলক আইল্যান্ড। যেখানে স্বচ্ছতার কথা বলা হচ্ছে সেই জায়গায় এই দ্বীপে রাধানগর সৈকত স্বচ্ছতার জন্য শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে। এই দ্বীপ ভারতের একটি সমুদ্র সৈকত হওয়ার কারণে মালদ্বীপের মত খরচ হয় না ঘুরতে যাওয়ার ক্ষেত্রে।
আরও পড়ুন ? Maldives Currency: ভারতের ১০০ টাকা নিয়ে মালদ্বীপ গেলে কত পাবেন! জানুন হিসেব-নিকেশ
২) মালদ্বীপের বদলে এখন লাক্ষাদ্বীপ ঘুরতে যাওয়ার আহ্বান তুলেছেন খোদ প্রধানমন্ত্রী। মালদ্বীপের থেকে কম কিছু যায় না এই লাক্ষাদ্বীপ। এখানে ঘুরতে যাওয়ার খরচ যেমন কম সেরকমই বিনোদনের বিভিন্ন জিনিস এবং প্রাকৃতিক সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করার বিকল্প আর কিছু হতে পারে না।
৩) যারা সমুদ্র সৈকতে ঘুরতে যেতে ভালোবাসেন তাদের অন্ততপক্ষে একবার তামিলনাড়ুর রামেশ্বরম সমুদ্র সৈকত ঘুরে আসা দরকার। এখানে গেলে বঙ্গোপসাগরের যে রূপ দেখতে পাওয়া যায় তা সাধারণত অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। এখানকার সৌন্দর্য ঐশ্বরিক। দেশের দীর্ঘতম সেতু এই জায়গাকে শহরের সঙ্গে জুড়েছে।
৪) গোয়ার পাঞ্জিম থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে রয়েছে একটি স্বচ্ছ সমুদ্র সৈকত। যে সমুদ্র সৈকতটি অনেকের কাছেই অজানা। অজানা অথচ সুন্দর এই সমুদ্র সৈকত হলো দিবার আইল্যান্ড। গোয়ার অন্যান্য সমুদ্র সৈকতে বিপুলসংখ্যক মানুষের ভিড় থাকলেও এই সমুদ্র সৈকতে আপনি নিরিবিলিতে সময় কাটাতে পারবেন।
৫) সমুদ্রের অপূর্ব দৃশ্যের দর্শন পেতে হলে পর্যটকদের অন্ততপক্ষে একবার যেতে হবে গুজরাতের দক্ষিণে অবস্থিত দমন ও ডিউ-এর অন্তর্গত ডিউ আইল্যান্ডে। এখানে পর্তুগিজ সংস্কৃতির ছাপ রয়েছে। সমুদ্রের অপরূপ দৃশ্য দেখার পাশাপাশি ঐতিহাসিক বিভিন্ন জায়গা দেখে নেওয়া যায় এখানে গেলে।