কমবে ঝক্কি, বাড়িতে বসেই দেওয়া যাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে দেশের অধিকাংশ পরিবারে পৌঁছে গিয়েছে দু’চাকা। দু’চাকা গাড়ি ছাড়াও বিপুল হারে বাড়িতে বাড়িতে পৌঁছাতে শুরু করেছে চারচাকা গাড়ি। এই সকল যেকোনো ধরনের গাড়ি চালানোর ক্ষেত্রে বাধ্যতামূলক ড্রাইভিং লাইসেন্স।

Advertisements

গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক হওয়ার কারণে ড্রাইভিং লাইসেন্স করানোর ক্ষেত্রেও বিপুল সমস্যার সম্মুখীন হতে হয় চালকদের। আরটিও অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার পর হাতে মেলে ড্রাইভিং লাইসেন্স। এর মাঝেও আছে অনেক অঘোষিত চার্জ এবং ঝক্কি। এসকল ঝামেলা থেকে এবার মুক্তি দিতে অভিনব উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র সরকার।

Advertisements

এবার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আর চালকদের আরটিও অফিসে যেতে হবে না। পরিবর্তে তারা বাড়িতে বসেই অনলাইনে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য থিওরি পরীক্ষা দিতে পারবেন। তবে এই লিখিত পরীক্ষায় পাশ করার পর কেবলমাত্র একদিন চালককে যেতে হবে আরটিও অফিসে এবং সেখানে গাড়ি চালিয়ে দেখাতে হবে।

Advertisements

জাতীয় সড়ক পরিবহণ মন্ত্রক পরিবহণ সংক্রান্ত যাবতীয় কাজ অনলাইনে করার কথা বলেছে। কেন্দ্রের এই নির্দেশিকা মেনে ধীরে ধীরে সেই পথেই এগোচ্ছে রাজ্য পরিবহণ দফতর। ধাপে ধাপে তৈরি করা হচ্ছে পরিকাঠামো। এখন ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত লিখিত পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নতুন একটি ভিডিও দেখানো হচ্ছে।

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে লিখিত পরীক্ষার জন্য ১২ মিনিটের ওই ভিডিও দেখানোর পর ৫ মিনিটের একটি অনলাইন পরীক্ষা হবে। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যদি কোন চালক গাড়ি চালানো সংক্রান্ত সমস্ত নিয়ম জেনে থাকেন তাহলে তিনি এই ১২ মিনিটের ভিডিওটি স্কিপ করে যেতে পারেন।

এই পদ্ধতিতে লাইসেন্স পাওয়ার জন্য প্রথমে আবেদনকারীকে লার্নারের জন্য আবেদন করতে হবে। অনলাইনে এই আবেদন করার পরিপ্রেক্ষিতে একটি স্লট বুক করে নিতে হবে। তারপর নির্দিষ্ট সময় দেওয়া হবে। সেই সময় অনুযায়ী পরীক্ষায় বসতে হবে পরীক্ষার্থীকে। অনলাইনে এই পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি অথবা সাইবার কাফে যেকোন জায়গা থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন।

এক্ষেত্রে বাড়িতে অথবা সাইবার-ক্যাফেতে পরীক্ষা হলে পরীক্ষার্থীর হয়ে অন্য কেউ পরীক্ষা দিয়ে দিতে পারেন, এই কথা মাথায় রেখে এই পরিষেবা চালু হওয়ার আগে অবশ্যই নতুন একটি গাইডলাইন আনছে পরিবহণ দপ্তর।

Advertisements