নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে রেশন কার্ড (Ration Card) এবং রেশনে পাওয়া খাদ্য সামগ্রী খুবই গুরুত্বপূর্ণ। অন্ততপক্ষে দেশের ৮০ কোটির বেশি মানুষের কাছে এর গুরুত্ব অপরিসীম। কারণ এই রেশন ব্যবস্থার মধ্য দিয়েই বিনামূল্যে অথবা সস্তায় খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে।
তবে এখনো অনেকেই রয়েছেন যারা রেশন কার্ড পাননি। রেশন কার্ড না পাওয়ার মুলে বেশ কিছু কারণ থাকতে পারে। তবে সেই সকল কারণ দূরে সরিয়ে যাতে সহজেই রেশন কার্ড উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর সেই সকল ব্যবস্থা মেনে চললে সহজেই রেশন কার্ড মিলতে পারে।
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যাতে রাজ্যের বাসিন্দারা সহজেই রেশন কার্ড পেতে পারেন তার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পে রেশন কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে কমন ফর্ম বা ফর্ম ৩ অথবা ফর্ম ১০ ফিলাপ করে জমা দিতে হবে। রেশন দোকান থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী নেওয়ার জন্য ফিলাপ করতে হবে ফর্ম ১০। অন্যদিকে নতুন সদস্যের নাম নথিভূক্ত করার জন্য ব্যবহার করতে হবে কমন ফর্ম বা ফর্ম ৪।
এই সকল ফর্ম ফিলাপ করার জন্য যে সকল নথি দিতে হবে আবেদনকারীকে সেগুলি হল আধার কার্ড / পাসপোর্ট / সাম্প্রতিক ইলেকট্রিক বিল / ড্রাইভিং লাইসেন্স/ ইনকাম ট্যাক্স দেওয়ার কাগজ বা সম্প্রতি আসা ল্যান্ডলাইন ফোন বিল বা মোবাইলের পোস্টপেইড বিল। পাঁচ বছরের কম বয়স হলে জমা দিতে হবে বার্থ সার্টিফিকেট।
রেশন কার্ডের জন্য যেকোনো ধরনের ফর্ম ফিলাপ করার সঙ্গে সঙ্গে এই সকল নথি জমা দিতে হবে উপভোক্তাদের। তবে ফর্ম ৪ আবেদন করার সময় পরিবারের যেকোনো একজন সদস্যের রেশন কার্ডের প্রতিলিপি লাগে। দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করা না হলে এলাকার খাদ্য আধিকারিকের দফতরে আবেদন করতে হবে।