নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে ২০১৮ সালে চালু করা হয় আয়ুষ্মান ভারত প্রকল্প। ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর দীন দয়াল উপাধ্যায়ের জন্মদিন থেকে এই প্রকল্প পথ চলা শুরু করে। স্বাস্থ্য পরিকাঠামো সুনিশ্চিত করার জন্য কেন্দ্র সরকারের এই প্রকল্প দেশের কোটি কোটি মানুষের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়ায়।
এই প্রকল্পের আওতায় যারা নিজেদের নাম নথিভুক্ত করবেন তারা বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার আওতায় চলে আসবেন। সরকারি হাসপাতাল ছাড়াও বেসরকারি হাসপাতালে এই প্রকল্পের আওতায় থাকা ব্যক্তিরা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করানোর সুযোগ পাবেন। এমনকি হাসপাতালে ভর্তির আগে ও পরের খরচ এই স্বাস্থ্য বীমা থেকেই কাটা হবে।
ইতিমধ্যেই এই প্রকল্প দেশের অধিকাংশ রাজ্যে তাদের রাজ্য সরকারের সম্মতিক্রমে চালু হয়ে গিয়েছে। তবে বেশ কিছু রাজ্য রয়েছে যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের আওতায় আসেনি। মূলত সেই সকল রাজ্যের আলাদা করে স্বাস্থ্য বীমা প্রকল্প থাকার কারণে তারা এই প্রকল্পে নিজেদের অন্তর্ভুক্ত করেনি। এই সকল রাজ্যের মধ্যে একটি হলো পশ্চিমবঙ্গ।
এই আয়ুষ্মান ভারত প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অনলাইনে আবেদন করা যেতে পারে। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীকে https://mera.pmjay.gov.in/search/login ওয়েবসাইটে যেতে হবে। সেখানে প্রথমে নিজের মোবাইল নম্বর এবং তারপর ক্যাপচা কোড দিতে হবে। ক্যাপচা কোড দেওয়ার পর ওটিপি জেনারেট করে নিতে হবে।
এরপর আপনার তরফ থেকে দেওয়া মোবাইল নম্বরে যে ওটিপি আসবে সেই ওটিপিটি নির্দিষ্ট জায়গায় দিতে হবে। নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর সম্মতিক্রমে আপনি পৌঁছে যাবেন পরবর্তী পেজে। যেখানে দিতে হবে আপনার নাম, মোবাইল নম্বর, রেশন কার্ড নম্বর ইত্যাদি অন্যান্য প্রয়োজনীয় তথ্য। এরপর সেখানে দেখিয়ে দেবে আপনি এই প্রকল্পের যোগ্য কিনা। আপনি যোগ্য কিনা দেখিয়ে দেওয়ার পাশাপাশি আপনার পরিবারের অন্যকোন সদস্য এই প্রকল্পের যোগ্য হয়ে থাকলে তার নামটিও দেখিয়ে দেবে।