Chit Fund Refund 2025: ফেরত দেওয়া হচ্ছে চিটফান্ডের টাকা, কারা পাচ্ছে জেনে নিন নামের লিস্ট

Prosun Kanti Das

Published on:

Advertisements

Chit Fund Refund 2025: পশ্চিমবঙ্গের নানান চিটফান্ডের জন্য সাধারণ মানুষের কষ্টঅর্জিত টাকা নষ্ট হয়েছে বারংবার। অবশ্য পরবর্তীকালে সেই চিটফান্ডগুলি বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষের এরফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে যার সত্যিই কোন হিসাব নেই। রাজ্যের সকল চিটফান্ডের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়েছিল। যখন সেই মামলা চলছিল চিটফান্ড কোম্পানির সম্পত্তি বিক্রি করে যারা টাকা রেখেছিল তাদেরকে টাকা ফেরানোর উদ্যোগ গ্রহণ করা হয়। বিস্তারিত জানতে হলে শীঘ্রই পড়ুন এই প্রতিবেদনটি।

Advertisements

জানেন কি বর্তমানে বেশ কয়েকটি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু গেছে? চটজলদি জেনে নিন কোন কোন চিটফান্ডের টাকা (Chit Fund Refund 2025) ফেরত দেওয়া হচ্ছে। কিভাবে জানবেন আপনার টাকা ফেরত দেওয়া হচ্ছে কিনা? যদি হয়েও থাকে তাহলে সেই লিস্টে আপনার নাম আছে কিনা জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি খুঁটিয়ে পড়বেন। অনেকেই এই সম্পর্কে সঠিকভাবে কিছুই জানে না, তাদের জন্য এই প্রতিবেদনটি একেবারে আদর্শ। অনেকেই আছেন যারা চিটফান্ডেই টাকা রেখেছিলেন তার মধ্যে বেশ কয়েকটি চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার জন্য কোর্টের তরফ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে। নিম্নে একটি তালিকা দেওয়া হল যার মাধ্যমে জানতে পারবেন কোন কোন চিটফান্ডের টাকা (Chit Fund Refund 2025) ফেরত দেওয়ার আবেদন গ্রহণ করা হচ্ছে।

Advertisements
একনজরে দেখে নিন তালিকাটি –
  1. Rose Valley
  2. ALCHEMIST GROUP OF COMPANIES
  3. MPS GROUP OF COMPANIES
  4. PAILAN GROUP OF COMPANIES
  5. VIBGYOR GROUP OF COMPANIES
  6. WARIS FINANCE INTERNATIONAL GROUP OF COMPANIES
যারা চিটফান্ডের টাকা (Chit Fund Refund 2025) ফেরত চান তাদের কি কি নথিপত্র লাগবে আসুন জেনে নিই
  • ভোটার কার্ড
  • আধার কার্ড
  • ব্যাংকের পাসবই
  • চিটফান্ড সার্টিফিকেট
  • চিটফান্ডের রিসিভ কপি

জানেন কি কত টাকা ফেরত দেওয়া হচ্ছে! পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের টাকা চিটফান্ডে বিনিয়োগ করা আছে। যে সকল চিটফান্ডে আবেদন করেছিলেন সেই সকল চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু হয়ে গেছে এরমধ্যেই। তবে ভাববেন না সুদ দেওয়া হচ্ছে আপনাদের, মূলত সাধারণ মানুষ চিটফান্ডে যে আসল টাকা রেখেছিলেন সেই আসল টাকাটি ফেরত দেওয়া হচ্ছে। চিটফান্ডে টাকা ফেরত পেতে গেলে কি কি করতে হবে? চিটফান্ডের টাকা (Chit Fund Refund 2025) ফেরত পাওয়ার জন্য অবশ্যই একটি নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে।

Advertisements

আরও পড়ুন:UPIUPI: আপনিও কি ব্যবহার করেন PhonePe কিংবা Google Pay, তাহলে সতর্ক হোন এই বিষয়ে

নিচে একটি তালিকা দেওয়া হল কোন কোন চিটফান্ডের লিংকে ক্লিক করা যাবে
  1. Rose Valley
  2. ALCHEMIST GROUP OF COMPANIES
  3. MPS GROUP OF COMPANIES CLICK HERE
  4. PAILAN GROUP OF COMPANIES
  5. VIBGYOR GROUP OF COMPANIES
  6. WARIS FINANCE INTERNATIONAL GROUP OF COMPANIES
কাদেরকে টাকা ফেরত দিচ্ছে চিট ফান্ড কোম্পানিগুলো?

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া। সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। আমানতকারীরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। কিভাবে জানবেন আপনি কবে পাবেন এই টাকা? নিচে চিটফান্ড (Chit Fund Refund 2025) অনুযায়ী কারা কারা টাকা ফেরত পেয়েছে নামের লিস্ট ডাউনলোড করার সুযোগ দেওয়া হয়েছে। নিম্নের তালিকা দেখে লিস্ট ডাউনলোড করতে পারেন।

  1. Rose Valley
  2. ALCHEMIST GROUP OF COMPANIES
  3. MPS GROUP OF COMPANIES
  4. PAILAN GROUP OF COMPANIES
  5. VIBGYOR GROUP OF COMPANIES
  6. WARIS FINANCE INTERNATIONAL GROUP OF COMPANIES
Advertisements