Home Improvement Loan: আপনার বাড়ি কি মেরামত করা প্রয়োজন তাহলে ব্যাঙ্কে আবেদন করুন এই ঋণের জন্য

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Home Improvement Loan: জীবনে চলতে গেলে প্রত্যেকটি মানুষের টাকার প্রয়োজন হয়, তাই কখনো যদি আর্থিক সমস্যা দেখা দেয় সমাধানের একমাত্র উপায় হলো পার্সোনাল লোন।তবে খুব সহজেই আপনি এই ঋণ পেয়ে যাবেন এবং এর জন্য আপনাকে কোন রকম ঝামেলাও পোহাতে হবে না। এই ধরনের পার্সোনাল লোন পেতে গেলে আপনাকে বেশি নথিপত্র জমা দিতে হবে না। আজকের প্রতিবেদনে আপনি বিস্তারিতভাবে এই লোন সম্পর্কে জানতে পারবেন।

Advertisements

আপনি যদি এই লোন পেতে চান তাহলে অবশ্যই আপনার সিবিল স্কোর ভালো হতে হবে তাহলে নিমেষের মধ্যে এই লোন আপনি পেয়ে যাবেন। ব্যাঙ্ক হোক বা এনবিএফসি, পার্সোনাল লোন নেওয়ার জন্য আপনাকে কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। হোম লোন কিংবা গাড়ির লোন এর ক্ষেত্রে যে পরিমাণ সুদ দিতে হয় এগুলো অসুরক্ষিত লোন বলে এদের সুদের হার অনেকটাই বেশি। বাড়ি কিনতে গেলে যে হোম লোন নিতে হয় তা সহজেই শোধ করা যায়। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করে নেব বাড়ি মেরামতের জন্য যে লোনের (Home Improvement Loan) দরকার হয় সেই বিষয়ে। এই বিশেষ লোন যদি আপনি নিতে পারেন তাহলে আপনার অনেক টাকা বাঁচবে।

Advertisements

বাড়ির ভগ্নদশা কিংবা একতলা বাড়িকে বাড়াতে হবে সবক্ষেত্রেই প্রয়োজন বাড়ির মেরামতের। এই বাড়ি মেরামতের জন্য এক ধরনের বিশেষ লোন হয় যাকে বলা হয় হোম ইমপ্রুভমেন্ট লোন (Home Improvement Loan) । এই লোনের দ্বারা আপনি আপনার যাবতীয় চাহিদা সহজেই পূরণ করতে পারবেন। ব্যাঙ্ক অফ বরোদা, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, আদিত্য বিড়লা ক্যাপিটাল, পিএনবি হাউজিং ইত্যাদি সংস্থা এই হোম ইম্প্রুভমেন্ট লোন অনুমোদন দেয়। এই বিশেষ ঋণ নিলে কি কি সুবিধা পাওয়া যায়?

Advertisements
সুদের হার অনেকটাই কম

পার্সোনাল লোনের থেকে হোম ইম্প্রুভমেন্ট লোন (Home Improvement Loan) যদি আপনি নেন আপনার সুদের হার অনেকাংশে কম হবে। বেশ কিছু আর্থিক সংস্থা এই ধরনের লোন দিয়ে থাকে। ফলে এই ঋণ নিলে আপনার খরচ অনেকটাই বাঁচবে।

অন্য খাতে খরচ করা যায় না

এই লোনের (Home Improvement Loan) ক্ষেত্রে একটি অবশ্য পালনীয় বিষয় হলো আপনি লোনের টাকা অন্য খাতে খরচ করতে পারবেন না। পার্সোনাল লোন নিলে আপনি সেই টাকা অন্য খাতে সহজেই খরচ করতে পারবেন। যাতে টাকা অপচয় না হয় তার জন্যই এই ব্যবস্থা। কিন্তু এই বিশেষ ঋণ নিলে শুধুমাত্র বাড়ির মেরামতের জন্যেই টাকা খরচ করতে পারবেন আপনি।

আরো পড়ুন: ৩২ লাখ টাকার হোম লোন, এক পয়সাও সুদ না দিয়ে মুক্তি পাওয়ার অবিশ্বাস্য কৌশল

পার্সোনাল লোনের সঙ্গে এই লোনের বিরোধ

ধরুন আপনি আগে থেকেই কোন পার্সোনাল লোন নিয়ে আছেন, তবুও কিন্তু আপনি সহজেই হোম ইম্প্রুভমেন্ট লোনের (Home Improvement Loan) অনুমোদন পেতে পারেন। অন্য কোনও ঋণ নেওয়া থাকলেও এই ঋণ নিতে গেলে সমস্যা হবে না।

কর প্রদানের ক্ষেত্রে সুবিধা

আমরা সাধারণত জানি যে, পার্সোনাল লোনের সুদের উপর কোনও কর ছাড় পাওয়া যায় না। কিন্তু আপনি যদি হোম ইম্প্রুভমেন্ট লোন নিয়ে থাকেন তাহলে যে সুদের টাকা আপনি দেবেন, সেক্ষেত্রে আইটিআর ফাইলিংয়ের সময় আপনি কর ছাড়ের সুবিধে পেতে পারেন।

এই লোনে সুদের হার কত?

বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান পার্সোনাল লোন এর ক্ষেত্রে ১৩-১৫ শতাংশ সুদের হার ধার্য করে, তবে বাড়ি মেরামতির লোন এর ক্ষেত্রে আপনাকে সুদের হার অনেকটাই কম দিতে হবে।

Advertisements