নিজস্ব প্রতিবেদন : করোনা মহামারীর কারণে দেশের লক্ষ লক্ষ কাজ হারানো শ্রমিকদের উদ্ধারে এগিয়ে এলো কেন্দ্র। কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয়েছে লকডাউনে কর্মহীন শ্রমিকদের অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা (Atal Bimit Vyakti Klyan Yojna) প্রকল্পে মজুরির ৫০ শতাংশ ক্ষতিপূরণ দেবে কেন্দ্র সরকার। যা তিন মাস ধরে দেওয়া হবে।
কেমনভাবে এই যোজনার অর্থ পাওয়া যাবে তাও নির্দেশিকায় জানানো হয়েছে।
ESI অফিসে আবেদন করলে ৯০ দিনের মজুরির ৫০ শতাংশ পাবেন লকডাউন চলাকালীন কাজ হারানো শ্রমিকরা।
২০১৯ ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত কাজ হারানো শ্রমিকরা এই যোজনার সুযোগ পাবেন।লকডাউন চলাকালীন যারা কাজ হারিয়েছিলেন এবং বর্তমান নতুন জায়গায় কর্মরত আছেন তারাও এই যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন।
বিজেপি শাসিত কেন্দ্র সরকার ২০১৮ সালের জুলাই মাস থেকে অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা প্রকল্প পরীক্ষামূলকভাবে শুরু করে। এর মূল উদ্দেশ্য ছিল এই যোজনার আওতায় অসংগঠিত শিল্পের কোন ব্যক্তি কর্মহীন হলে কেন্দ্র সরকার ওই ব্যক্তিকে দুই বছর ধরে প্রতিমাসে একটি নির্দিষ্ট আর্থিক সহায়তা দেবে। যাতে অসংগঠিত শিল্পের শ্রমিকরা একেবারে অনাহারের মুখোমুখি না হন।
ভারতের মতো দেশে বিপুল সংখ্যক শ্রমিক অসংগঠিত শিল্পে কাজ করে। এদের অধিকাংশের কোনরকম অর্থনৈতিক নিরাপত্তা নেই। করোনা মহামারী ও তার ফলে লকডাউন ঘোষণায় এই শ্রমিকদের বিপর্যয় অবস্থা প্রকাশ্যে আসে। তীব্র সমালোচনা শুরু হয় দেশের অভ্যন্তরে। শ্রমিকদের এই বিপর্যয় মোকাবিলায় অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা ঘোষণা করে কেন্দ্র।
তবে এই যোজনার সুবিধা সকলে পাবেন না। কারা পাবেন না?
যেসব শ্রমিক কোন বেআইনি কাজে বা কোন অপরাধ সংক্রান্ত মামলায় জড়িত।
যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে বা যারা স্বেচ্ছায় অবসর নিয়েছেন বা চীরস্থায়ীভাবে অবসর নিয়েছেন তাঁরা এই যোজনায় আবেদন করতে পারবেন না।
অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা পাওয়ার আবশ্যিক নিয়মাবলী
১. আবেদনকারীকে কোন প্রতিষ্ঠানে ২ বছর চাকরি করে থাকতে হবে।
২. আবেদনকারীকে আবেদন চলাকালীন বেকার থাকতে হবে।
৩. আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক নম্বর থাকতে হবে।
৪. কোন ফৌজদারি মামলা থাকলে, বেআইনি কাজ যুক্ত থাকলে আবেদন করতে পারবেন না। সেই সঙ্গে স্বেচ্ছা অবসর বা চীরস্থায়ী অবসর প্রাপ্ত ব্যাক্তি এই যোজনায় আবেদন করতে পারবেন না।
৫. আবেদনকারীকে কোন শিল্প সংস্থায় অর্থের বিনিময়ে কর্মী হতে হবে।
৬. মৃত শ্রমিকের নামে আবেদন করা যাবে না।
৭. কেন্দ্র সরকারের ABVKY প্রকল্পের সুবিধা যারা পাচ্ছেন তাঁরা এই প্রকল্পের সুবিধা একসাথে একই সময়ে পাবেন না।
আবেদন করার পদ্ধতি
১. প্রথমে কেন্দ্র সরকারের ESI ওয়েবসাইটে যেতে হবে।
২. সেখানে অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার ফর্ম দেখতে পাওয়া যাবে। সেই ফর্মটিকে ডাউনলোড করতে হবে।
৩. সেই ফর্মটিকে সঠিকভাবে পূরণ করতে হবে।
৪. এরপর সেই ফর্মটিতে আগে যেখানে কাজ করছিলেন শ্রমিকরা সেখানকার কোন অফিসারের সই করাতে হবে।
৫. এরপর ফর্মে আবেদনকারীর একটি ছবি লাগাতে হবে।
৬. সেটি করা হলে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্যানসেল চেক সহ ২০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে একটি নোটারি যুক্ত হলফ নামা দিতে হবে।
৭. সর্বশেষ এটি জমা করলেই আবেদনকারীর পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
এই যোজনা প্রকল্পে কাজ হারানো অসংগঠিত শিল্পের শ্রমিকদের কিছুটা সুরাহা হবে বলেই মনে করছে অর্থনৈতিক মহল।