নিজস্ব প্রতিবেদন : মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের পর উচ্চতর পড়াশোনার জন্য স্কলারশিপের জন্য আবেদন করা যায়। সেই আবেদন করার প্রয়োজন যোগ্যতা নির্ধারক বেশ কিছু নিয়ম কানুন। কোন কোন ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে তার জন্য জানা জরুরী সরকারের ওয়েবসাইটে দেওয়া তথ্য।
গুরুত্বপূর্ণ স্কলারশিপের মধ্যে নবান্ন স্কলারশিপ :
http://wbcmo.gov.in/
দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গের ত্রাণ তহবিল থেকে প্রতিবছর নবান্ন স্কলারশিপ প্রদান করা হয়। উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য এই স্কলারশিপটির নাম উত্তরকন্যা স্কলারশিপ।
এই বছর যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চমাধ্যমিক অথবা কলেজের কোন পরীক্ষায় পাস করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছে, তাঁরা এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। এই স্কলারশিপে ১০,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা প্রদান করা হয়।
যোগ্যতা
১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) কেবলমাত্র পশ্চিমবঙ্গের কোন বোর্ড, কাউন্সিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে পশ্চিমবঙ্গের কোন স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারাই স্কলারশিপের জন্য যোগ্য।
৩) যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক কোর্সে ভর্তি হয়েছে অথবা উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর নিয়ে কলেজে ভর্তি হয়েছে অথবা কলেজে ৫৫ শতাংশ নম্বর নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারাই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে।
৪) যারা স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস স্কলারশিপটির যোগ্য তারাও নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
৫) আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় ৬০,০০০ টাকা কম হতে হবে তবেই সে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর তহবিল নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
৬) যে সমস্ত ছাত্রছাত্রী আগে থেকেই অন্য কোন সরকারি অথবা বেসরকারি সংস্থার কাছ থেকে স্কলারশিপ পাচ্ছে, তাঁরা এই স্কলারশিপের জন্য যোগ্য নয়।
আবেদন পদ্ধতি
নবান্ন স্কলারশিপের জন্য আবেদন পদ্ধতি অফলাইন। এই স্কলারশিপের জন্য আবেদন দুই ভাবে করা যায়। সাদা কাগজে নিজের হাতে লেখা একটি আবেদন পত্র তৈরি করে স্কলারশিপের জন্য আবেদন করা যেতে পারে অথবা ওয়েবসাইট থেকে স্কলারশিপের আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়েও আবেদন করা যেতে পারে।
এরপর আবেদন পত্রটির সাথে নিজ এলাকার এমএলের সুপারিশ পত্র ও আবেদনকারীর নিজের স্ব-ঘোষণার পত্র যোগ করে দিতে হবে।
নবান্ন অথবা উত্তর কন্যাতে আবেদন পত্রটি জমা দেওয়ার পর আবেদনকারীকে প্রমাণস্বরূপ একটি কম্পিউটার রিসিপ্ট কাগজ দেওয়া হবে। যেটি পরবর্তী ক্ষেত্রে এই আবেদনের স্থিতি জানা যাবে।
নবান্ন স্কলারশিপের প্রয়োজনীয় কাগজপত্র–
১. আবেদন পত্র।
২. শেষ পরীক্ষার মারকশীটের ফটোকপি।
৩. বর্তমান কোর্সের ভর্তির রশিদ।
৪. সেলফ ডিক্লারেশন কপি।
৫. কোন A ক্যাটাগরির গেজেটেড অফিসারের কাছ থেকে নেওয়া বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
৬. ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফটোকপি।
৭. এন্ট্রাস পরীক্ষার রেকর্ড কার্ড।
আবেদন পত্র জমা দেবার ঠিকানা
দক্ষিণবঙ্গের জন্য : Nabanna,14 th floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah, 711102।
উত্তরবঙ্গের জন্য : Uttarknya, P.O. satellite Township, Fullbari, Jalpayuri-734015।