পরিযায়ী শ্রমিকরা কর্ণাটক থেকে রাজ্য ফিরতে Online-এ আবেদন করুন, রইলো পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিক অথবা অন্যান্য নাগরিকদের নিজেদের রাজ্যে ফেরার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে অনুমতি মিলেছে ২৯ এপ্রিল। এরপর আবার রেল মন্ত্রকের তরফ থেকে স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করা হয় শ্রমিক ও অন্যান্যদের নিজেদের রাজ্যে ফিরিয়ে দিতে। কিন্তু এর মধ্যে ভিন রাজ্যে আটকে থাকা মানুষদের মধ্যে একটি প্রশ্ন বারবার ঘুরতে থাকে, কিভাবে যোগাযোগ করবেন নিজের রাজ্যে, নিজের ঘরে ফিরে আসার জন্য। আর তা নিয়েই আজ আমাদের এই আলোচনা।

অন্যান্য রাজ্যের যেসকল বাসিন্দারা কর্নাটকে বর্তমান লকডাউন পরিস্থিতি আটকে রয়েছেন তাদের নিজেদের রাজ্যে ফেরার আবেদন জানানোর জন্য কর্ণাটক সরকারের তরফ থেকে একটি অনলাইন ফর্ম আনা হয়েছে। যে ফর্মটি সঠিকভাবে ফিলাপ করে আপনারা নিজেদের রাজ্যে ফেরার জন্য কর্ণাটক সরকারের কাছে আবেদন করতে পারবেন।

আবেদন করার পদ্ধতি

কর্নাটকে আটকে থাকা অন্য রাজ্যের বাসিন্দারা কর্ণাটক থেকে নিজেদের রাজ্যে ফেরার জন্য আবেদন করতে যেতে হবে কর্ণাটক সরকারের অফিশিয়াল ওয়েবসাইট https://sevasindhu.karnataka.gov.in/Sevasindhu/English তে। তারপর সেখানে প্রথমেই দেখতে পাবেন একটি অপশন রয়েছে ‘Covid-19 : Apply here to travel to other Indian states from Karnataka’, যেখানে ক্লিক করতে হবে।

এরপরে আপনার সামনে খুলে যাবে একটি আবেদন ফর্ম। যেখানে আপনাকে দিতে হবে আপনার নাম, আপনার মোবাইল নম্বর, আপনার লিঙ্গ, আপনার বয়স, আধার নম্বর, তারপর জানাতে হবে আপনি পরিচয় শ্রমিক/তীর্থযাত্রী/পর্যটক/পড়ুয়া কোন শ্রেণীর অন্তর্ভুক্ত।

এরপরেই আপনাকে জানাতে হবে আপনার বর্তমান ঠিকানা। অর্থাৎ এখানে আপনাকে জানাতে হবে আপনি বর্তমানে কর্ণাটকের কোন জায়গায় রয়েছেন তার ঠিকানা।

এর পরেই আপনাকে জানাতে হবে আপনি কোন রাজ্যের কোন জায়গায় যেতে চাইছেন। জানাতে হবে আপনি কি আপনার পরিবারের সাথে যেতে চাইছেন?

পরবর্তী পর্যায়ে আপনাকে নিশ্চিত করতে হবে আপনি যাওয়ার জন্য কোন পদ্ধতিকে বেছে নিচ্ছেন। অর্থাৎ নিজস্ব বন্দোবস্ত, নাকি সরকারি বন্দোবস্ত। তারপর আপনাকে ওই ওয়েবসাইটেই আপনাকে দিতে হবে আপনার পরিচয়ের জন্য কোন ডকুমেন্ট ব্যবহার করবেন তার নম্বর। অর্থাৎ আপনি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলির মধ্যে যেটিকে পরিচয়পত্র হিসেবে দেখাতে চান তার নম্বর দিতে হবে।

ঠিক তার পরেই আপনাকে জানাতে হবে আপনার বর্তমান শারীরিক পরিস্থিতি। আপনার জ্বর, কাশি অথবা ঠান্ডা লাগা আছে কিনা। অথবা আপনি সরকারিভাবে কোয়ারেন্টাইনে ছিলেন কিনা। এই সমস্ত কিছু দিয়ে ‘I Agree’তে টিক দিতে হবে ও ক্যাপচা কোড দিতে হবে। তারপর সাবমিট করতে হবে।

এরপরে আপনি পৌঁছে যাবেন পরবর্তী একটি পেজে। যেখানে আপনাকে আপলোড করতে হবে আপনার পাসপোর্ট ছবি ও আপনার পরিচয় পত্রের ছবি। ছবি আপলোড করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ছবির সাইজ ১ এমবির বেশি যেনো না হয়।

এইভাবে আবেদন করার পর কর্ণাটক সরকার আপনার আবেদনকে সঠিক ও যথোপযুক্ত মনে করলে আপনাকে রাজ্য ছাড়ার অনুমতি দেবে।পাশাপাশি জানিয়ে দেওয়া হবে আপনি যদি সরকারি বন্দোবস্তে আসতে চান তাহলে কিভাবে কখন ফেরানো হবে।

এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যে রাজ্য থেকে যে রাজ্যে যাচ্ছেন এই দুই রাজ্যের সমন্বয়ের পরেই আপনার নিজের রাজ্য অথবা নিজের বাড়ি ফেরা সম্ভব হবে। সুতরাং এই সমন্বয়টুকু গড়ে তোলা পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে।