PM Awas Yojana: ৩ কোটি পাকা বাড়ি দিচ্ছে কেন্দ্র! পাবেন না এই সকল ব্যক্তিরা, রইল আবেদন পদ্ধতি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Central government is providing 3 crore houses under PM Awas Yojana: নবগঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভায় ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ (PM Awas Yojana)-এর অধীনে গ্রামীণ ও শহুরে এলাকায় আরও ৩ কোটি বাড়ি তৈরির প্রস্তাব অনুমোদন করা হয়েছে যা এনডিএ সরকারের তৃতীয় মেয়াদে প্রথম বড় সিদ্ধান্তগুলির মধ্যে একটি। চলুন আগে জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী আবাস যোজনাটি (PM Awas Yozana) ঠিক কি? এটি কেন্দ্রীয় সরকারের অধীনে ক্ষমতাহীন মানুষের আবাসন গড়ে দেওয়ার একটি উদ্যোগ। ২০১৫ সালে ভারত সরকার ২০২২-এর মধ্যে সকল নাগরিককে সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদানের লক্ষ্যে চালু করেছিল এই যোজনা৷ এই প্রকল্পটি ভারতে, সাশ্রয়ী মূল্যের আবাসনের ঘাটতিকে পূরণ করার চেষ্টা করে৷ যারা তাদের পাকা বাড়ির খরচ বহন করতে পারে না তাদের আর্থিক সহায়তা প্রদান।

Advertisements

এই সিদ্ধান্ত আশা করা হচ্ছে শহর ও গ্রামাঞ্চলে আবাসন ঘাটতি দূর করা অনেকাংশেই সম্ভব হবে। এছাড়া এই স্কিমের লক্ষ্য হল – মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত করা ও বর্ধিত নির্মাণ কার্যক্রমের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রচার করা। PMAY-এর অধীনে, সুবিধাভোগীরা শৌচাগার, এলপিজি সংযোগ, বিদ্যুৎ এবং কলের জলের মতো প্রয়োজনীয় সুবিধাগুলিও পাবেন। সমীক্ষায় দেখা গিয়েছে যে মোট দশ বছরের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৪. ২১ কোটি আবাস গড়ে তুলতে সক্ষম হয়েছে এই স্কিম।

Advertisements

প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Awas Yojana) দুটি স্কিম রয়েছে – প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। গ্রামীন এলাকায় যে সমস্ত ব্যক্তিরা আবাস যোজনায় আবেদন করতে ইচ্ছুক, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনের অধীনে সুযোগ সুবিধা পাবেন এবং শহরে অঞ্চলের লোকজন প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানের অধীনে সুযোগ সুবিধা গুলো পাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ পরিকল্পনাটি চালু করা হয়েছিল অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ এবং নিম্ন আয়ের গোষ্ঠী হিসাবে শ্রেণীবদ্ধ পরিবারগুলিকে তাদের বাড়ির জন্য সাশ্রয়ী মূল্যের অর্থায়ন পেতে সহায়তা করার জন্য। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভারত জুড়ে প্রায় ৪৩০০টি শহর রয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Pradhan Mantri Awas Yojana: বাড়িতে এই জিনিসটি থাকলেই আর পাবেন না! বাতিল হয়ে যাবে আবাস যোজনার আবেদন

কারা কারা এই যোজনায় আবেদন করতে পারবেন?
  1. আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষজন যাদের পাকা বাড়ি করার ক্ষমতা নেই এবং যাদের সারা বছরের আয় ৩ লক্ষ টাকার মধ্যে তারা এই যোজনার আবেদন করতে সক্ষম হবেন।
  2. আপনার আয় যদি ৩ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে হয়, তবে আপনি নিম্ন আয়ের গ্রুপে আবেদন করতে পারবেন।
  3. মিডল ইনকাম গ্রুপ ১ অনুযায়ী, আপনার আয় যদি বছরে ৬ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হয় তবেও আপনি আবেদন করতে সক্ষম হবেন।
  4. মিডিল ইনকাম গ্রুপ ২ অনুযায়ী, যদি কোন ব্যক্তির বছরের উপার্জন ১২ থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে থাকে তবে তারাও এই যোজনায় আবেদনযোগ্য।
কারা আবেদন করতে পারবেন না?

যে সমস্ত ব্যক্তির উপার্জন ১৮ লক্ষ টাকার বেশি, যারা সরকারকে কর দিয়ে থাকে, যারা সরকারি বা বড় কোন বৃসরকারি কোম্পানিতে চাকরি করেন বা কোন কোম্পানির মালিক তারা কিন্তু আবেদন করতে পারবেন না।

Advertisements