Madhyamik Result 2024: গত বছরের পুনরাবৃত্তি! কবে বেরোবে মাধ্যমিকের ফলাফল!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অন্যান্য বছরের তুলনায় দিন কয়েক আগেই হয়ে যায়। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) শেষ হয় ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীরা থেকে শুরু করে পরীক্ষার্থীদের অভিভাবকরা এখন তাকিয়ে রয়েছেন ফলাফলের (Madhyamik Result 2024) দিকে। আর এনিয়েই এখন সবার মধ্যে প্রশ্ন কবে বের হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল?

Advertisements

মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশ পাবে তা নিয়ে পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে এত কৌতুহলের পিছনে মূল কারণ হলো লোকসভা নির্বাচন। কেননা ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। এসবের মধ্যে প্রশ্ন উঠছে, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার কারণে পরীক্ষার্থীরা তাদের ফলাফল নির্বাচন চলাকালীনই জানতে পারবে নাকি নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর!

Advertisements

কবে বের হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল তা নিয়ে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিছু জানানো না হলেও পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে এমনটাই বলা হয়েছিল আগেই। সূত্র মারফত জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের ফলাফল প্রকাশের জন্য ৯০ দিনের লক্ষ্যমাত্রা নিয়েই এগোচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতে সম্ভাব্য যে দিন উঠে আসছে তা গত বছরের পরীক্ষার ফলাফলের দিনের পুনরাবৃত্তিও হতে পারে।

Advertisements

আরও পড়ুন ? Higher Secondary New Syllabus: ২৪ পেলেই পাশ, বদলে গেল উচ্চমাধ্যমিকের সিলেবাস, দেখে নিন নতুন সবকিছু

গত বছর অর্থাৎ ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল ১৯ মে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই বছরও ফলাফল ঐরকম সময়েই প্রকাশ করা হতে পারে। যদি এমনটা হয় তাহলে লোকসভা নির্বাচন চলাকালীন এবং লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলাফল পেয়ে যাবে।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, মাধ্যমিকের ফলাফল প্রকাশের ক্ষেত্রে কোন কোন বছর ৭৫ দিনের মধ্যেও ফল প্রকাশ করা হয়েছে। তবে এই বছর ফল প্রকাশের ক্ষেত্রে কোথাও কোনো রকম ফাঁকফোকর রাখতে চাইছে না পর্ষদ। আর তারই পরিপ্রেক্ষিতে নিখুঁতভাবে পর্ষদের তরফ থেকে কাজ চালানো হচ্ছে আর ফলাফল প্রকাশের দিন সঠিকভাবে বলা না গেলেও মে মাসেই পরীক্ষার্থীরা তাদের ফলাফল হাতে পাবেন এমনটাই আশা করা হচ্ছে।

Advertisements