পদ্মশ্রী জুটলো অরিজিৎ-এর কপালে, তালিকায় রয়েছেন আরও কারা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিবছরের মতো এই বছরও প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পদ্ম পুরস্কারে যাদের ভূষিত করা হবে তাদের নাম ঘোষণা করা হয়েছে। প্রতিবছরই এই তালিকায় অজস্র বাঙ্গালীদের নাম উঠতে দেখা যায়। ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের আগেও এর অন্যথা হয়নি। এবার এই তালিকায় উল্লেখযোগ্য হবে নাম উঠে এসেছে সংগীত শিল্পী অরিজিৎ সিং-এর।

Advertisements

সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং ছাড়াও এই তালিকায় নাম রয়েছে নৃত্যশিল্পী মমতা শঙ্করের। এছাড়াও তালিকায় নাম রয়েছে সাহিত্যিক নগেন্দ্রনাথ রায় সহ ৯ জন বাঙালির। শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই বছরের পদ্ম পুরস্কারের প্রাপকদের নাম ঘোষণা করা হয়। যে তালিকায় দেখা যাচ্ছে ১৩১ জন এবার পদ্মশ্রী, ১৯ জন পদ্মভূষণ এবং ৭ জনকে পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে।

Advertisements

আরও পড়ুন : Kolkata Metro: নতুনরূপে সেজে উঠছে কলকাতা মেট্রো, MR-504 এবং MR-512 ‘ডালিয়ান রেক’ ঢুকল নোয়াপাড়ায়

এই তালিকায় বাংলা থেকে অরিজিৎ সিং, মমতা শঙ্কর, নগেন্দ্রনাথ রায় ছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন হাবরার ঢাক শিল্পী গোকুল চন্দ্র দাস, সরোদবাদক পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজঙ্ক, সমাজকল্যাণমূলক কাজের জন্য পুরস্কার পাচ্ছেন বিনায়ক লোহানি, অন্যদিকে পদ্মশ্রী পাচ্ছেন স্বামী প্রদীপ্তানন্দ অর্থাৎ কার্তিক মহারাজ। এই তালিকা থেকে স্পষ্ট এই বছর মুর্শিদাবাদের দুজন অন্যতম জনপ্রিয় ব্যক্তি এবার পদ্মশ্রী পেলেন।

Advertisements

অরিজিৎ সিং এর খ্যাতি এই মুহূর্তে বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে। অন্যদিকে কার্তিক মহারাজ যিনি সম্প্রতি রাজ্যের অন্যতম চর্চিত ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন। অরিজিৎ সিং এর এইভাবে পদ্মশ্রী পুরস্কার পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই অরিজিৎ অনুরাগীদের মধ্যে এখন শুরু হয়েছে হইহুল্লোড়। এমন জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পীর নাম পদ্মতালিকায় উঠে আসবে তা যেমন অনেকেই ভেবে উঠতে পারেননি, ঠিক সেই রকমই আবার অনেকেই রয়েছেন যারা বলছেন, ‘যোগ্য সম্মান পেলেন অরিজিৎ।’

Advertisements