এত বড় সেলিব্রিটি হয়েও ছেলেকে এই স্কুলে ভর্তি করলেন অরিজিৎ

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সঙ্গীত জগতে বর্তমানে যে সকল তারকার রয়েছেন তার মধ্যে অন্যতম হলেন অরিজিৎ সিং। মুর্শিদাবাদে জন্মগ্রহণ করা বাংলার এই শিল্পীর হাজারো নামডাক থাকলেও তিনি বরাবরই মাটির মানুষ। অধিকাংশ সময় তার কার্যকলাপে তার পরিচয় ধরা পড়ে। এবারও যখন তার ছেলেকে স্কুলে ভর্তি করার সময় হয়েছে তখন তার ব্যতিক্রম হল না।

Advertisements

অধিকাংশ তারকাদেরই লক্ষ্য করা যায় নিজেদের ছেলেমেয়েকে নামিদামি স্কুলে পঠন-পাঠনের জন্য ভর্তি করে থাকেন। এসি গাড়িতে করে স্কুলে যায় তাদের ছেলেরা এবং সেখানে এসি রুমের মধ্যেই পড়াশোনা করে। কিন্তু অরিজিৎ সিং তার ছেলেকে এমন একটি স্কুলে ভর্তি করলেন, যে স্কুলটি মুম্বইয়ের মত বিলাসবহুল স্কুল নয়। এই স্কুলটি মুর্শীদাবাদেই।

Advertisements

সম্প্রতি অরিজিত সিংকে মুর্শিদাবাদের একটি স্কুলের সামনে লক্ষ্য করা যায়। হঠাৎ স্কুলের সামনে কেন অরিজিৎ সিং! কারণ খুঁজতে গিয়ে জানা যায়, অরিজিৎ তার ছেলেকে মুর্শিদাবাদের একটি ছোট স্কুলে ভর্তি করেছেন পড়াশোনার জন্য। এই বিষয়টি সামনে আসার পর থেকে অরিজিৎ সিং-এর উপর তার অনুরাগীদের আরও শ্রদ্ধা বাড়তে শুরু করেছে।

Advertisements

অরিজিৎ মুর্শিদাবাদের জিয়াগঞ্জের মানুষ। কর্মসূত্রে তাকে অধিকাংশ সময় কাটাতে হয় মুম্বইয়ের আন্ধেরিতে। কিন্তু তার পরিবারের সদস্যরা মায়ানগরীতে না থেকে অধিকাংশ সময় থাকেন মুর্শিদাবাদেই। তাই ছেলে জুলকে সেখানেই ভর্তি করেছেন। করোনা ভয় কাটিয়ে সম্প্রতি পড়ুয়ারা স্কুলে ফিরেছে। স্বাভাবিকভাবেই তার ছেলেও স্কুলমুখী হয়েছে। সেই স্কুল থেকে ছেলেকে আনতে গিয়েছিলেন দেশের নামজাদা শিল্পীদের মধ্যে অন্যতম অরিজিৎ সিং।

অরিজিৎ তার ছেলেকে ভর্তি করেছেন মুর্শিদাবাদের মাউন্ট লিটেরা জি স্কুলে। সেখানে তিনি নির্ধারিত সময়ের আগে পৌঁছালে তখনও স্কুলের গেট খোলেনি। এমন পরিস্থিতিতে আর পাঁচটা অভিভাবকদের মতই তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্যান্য অভিভাবকদের মধ্যে এই নিয়ে নানান কৌতূহল তৈরি হলেও তা নিয়ে সেসব নিয়ে কোনোরকম মাথা ঘামাননি তারকা অরিজিত।

Advertisements