নিজস্ব প্রতিবেদন : বলিউডে অরিজিৎ সিংয়ের গানের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তার গাওয়া গানের লক্ষ লক্ষ অনুরাগী। একের পর এক হিট প্লেব্যাক তাকে এখন এই জায়গায় নিয়ে এসেছে। তবে এই বিখ্যাত গায়কের ক্যারিয়ারের শুরুটা এতটা সহজ ছিল না। মুর্শিদাবাদের মত জেলা থেকে মুম্বই পাড়ি দেওয়া বেশ কঠিন ছিল তার কাছে।
একটা সময় ছিল যখন একের পর এক গান রেকর্ডিং হত কিন্তু তা মুক্তি পেত না। তবে তা সত্ত্বেও গানের প্রতি তার আকর্ষণ এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টার কোনরকম ত্রুটি রাখেন নি। সেই সকল প্রচেষ্টার ফলেই অরিজিৎ সিং আজ এই জায়গায় এসে পৌঁছেছেন। তার এমন সাফল্যের পরিপ্রেক্ষিতে অনেকের মধ্যেই প্রশ্ন, সিনেমায় প্লেব্যাক করা অথবা লাইভ কনসার্টের জন্য কত নিয়ে থাকেন অরিজিৎ সিং।
মুর্শিদাবাদ থেকে উঠে আসা বলিউডের অন্যতম গায়ক অরিজিৎ সিং বরাবর সাদামাটা এবং মাটির ছেলের মতোই সকলের সঙ্গে ব্যবহার করে থাকেন। এমনকি তাকে তার এলাকায় যেভাবে ঘুরে বেড়াতে দেখা যায়, অন্য কোন সেলেবকে এই ভাবে ঘুরে বেড়াতে দেখা মুশকিল। ঠিক একইভাবে সিনেমায় প্লেব্যাক করার ক্ষেত্রেও তিনি যে টাকা নিয়ে থাকেন তাও আশ্চর্যজনক।
সিনেমায় প্লেব্যাক করার জন্য তিনি কত টাকা চার্জ নিয়ে থাকেন তা নিয়ে একটি সাক্ষাৎকারে অরিজিৎ সিং নিজেই জানিয়েছেন, সিনেমায় প্লেব্যাক করার জন্য তিনি নিজে কোনরকম চার্জ করে থাকেন না। তার গান গাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ কোন টাকা ঠিক করা নেই। নির্মাতারা যা ঠিক করেন সেই টাকায় তিনি নিয়ে থাকেন।
অন্যদিকে লাইভ কনসার্টের জন্য তিনি কত টাকা নিয়ে থাকেন এই বিষয়ে তিনি জানিয়েছেন, লাইভ কনসার্টের বিষয়টি দেখে থাকেন তার ম্যানেজার। ঠিক কত টাকা নেওয়া হয় তা তিনি নিজে জানেন না। গায়ক অরিজিৎ সিংয়ের কথা অনুযায়ী তিনি টাকার বিষয়ে বেশি মাথা ঘামান না।