নিজস্ব প্রতিবেদন : মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সাদামাটা অরিজিৎ সিংয়ের (Arijit Singh) ভক্তের কমতি নেই। দেশ বিদেশ সব জায়গাতেই তার অনুরাগীরা রয়েছেন। যে কারণেই কোথাও কোন কনসার্ট হলেই টিকিটের জন্য আকাল শুরু হয়। তবে এবার এই অনুরাগীদের দাপাদাপিতেই চোট পেতে হলো জনপ্রিয় গায়ককে।
সম্প্রতি গায়ক অরিজিৎ সিং-এর একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল ঔরঙ্গাবাদে। অন্যান্য কনসার্টে যেমন অরিজিৎ সিং-এর গান এবং তাকে সামনে দেখার জন্য উপচে পড়া ভিড় দেখা যায় এই কনসার্টেও তার ব্যতিক্রম কিছু হয়নি। এখানেও ভক্তরা অরিজিতের গান শোনার জন্য যেমন ভিড় জমান ঠিক সেই রকমই তাকে একেবারে সামনে থেকে দেখা অথবা ছুঁয়ে দেখার জন্য তারা উদগ্রীব হয়ে ওঠেন। এসবের মধ্যেই ভক্তদের দাপাদাপিতে আহত হন অরিজিৎ।
ঔরঙ্গাবাদে যেখানে এই কনসার্টের আয়োজন করা হয়েছিল সেখানে মঞ্চ করা হয়েছিল T শেপের। এখানেই অরিজিৎ অনুরাগীরা গায়কের অনেক কাছে চলে আসেন। গান গাইতে গাইতে অরিজিৎ যখন ভক্তদের কাছাকাছি চলে আসেন সেই সময় তার হাত ধরে টানাটানির চেষ্টা করা হয়। তখন ঘটে যায় এমন বিপত্তি এবং নিজের ডান হাতে গুরুতর চোট পান গায়ক।
অন্যদিকে অরিজিৎ ভক্তদের এই টানাটানির ক্ষেত্রে যে ভক্তের কারণে আহত হন তাকে তিনি শনাক্ত করেন। অরিজিতের ওই অনুরাগী ছিলেন একজন মহিলা। মঞ্চে দাঁড়িয়েই তিনি ওই অনুরাগীকে নিজের অসুবিধা বোঝান। পাশাপাশি ওই মহিলা যে আচরণ করেছেন সেই আচরণ করা ঠিক হয়নি এমনটাও বুঝিয়ে দেন। অরিজিৎ যখন মঞ্চে দাঁড়িয়ে আহত অবস্থায় কথা বলছিলেন তখন ওই মহিলাকেও বারবার দুঃখ প্রকাশ করতে দেখা যায়।
আসলে পুরো ঘটনাটি ঘটে যায় আবেগের বশে। তবে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই অনুষ্ঠানের আয়োজকরা সমালোচনার মুখে পড়েছেন। অনেকেই রয়েছেন যারা এই ঘটনাকে কড়া ভাষায় নিন্দা করেছেন।