চলচ্চিত্র উৎসবের মঞ্চেও মাটির মানুষ অরিজিৎ, সুরের জাদুতে ধরলেন ‘বোঝে না সে বোঝে না’

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সুরের জাদুগড় হিসাবে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অরিজিৎ সিং এখন সব জায়গায় নিজের নাম যশ তৈরি করেছেন। তার একটি অনুষ্ঠানের টিকিট লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। তবে এমন একজন তারকার অহংকার বলতে কিছু নেই। সাধারণ আর পাঁচটা মানুষের মতোই তাকে জীবনযাপন করতে দেখা যায়।

Advertisements

তার এই সাধারণ জীবনযাপনের ছবি ধরা পড়ে বৃহস্পতিবার কলকাতা ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে। ভাবলে অবাক হয়ে যাবেন এত বড় একজন তারকা মঞ্চে উঠতেই চাননি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তাকে মঞ্চে উঠতে হয়। তাবড় তাবড় বলিউড তারকাদের উপস্থিতি এই চলচ্চিত্র উৎসবে দেখা যায় আর তাদের সামনেই নম্রভাবে নিজের কথা বলতে শোনা যায় আরেক জনপ্রিয় বলিউড তারকা অরিজিৎকে।

Advertisements

তিনি এদিন বলেন, ‘নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমরা সকলে খুব খুশি। ছবি দেখতে খুব ভালোবাসি সকলে। সকলকে অনুরোধ করছি এই উৎসবকে সফল করার জন্য।’ মঞ্চে অরিজিত ওঠার পরেই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একটি গান গাওয়ার অনুরোধ জানান। সেই সময় অরিজিৎকে বলতে শোনা যায়, ‘একটা গান গেয়ে দিই। ল্যাটা চুকে যাবে।’

Advertisements

এরপর এই টলিউডের তারকাদের অনুরোধে অরিজিৎ সিং প্রথমে মঞ্চে গেয়ে ফেলেন ‘বোঝে না সে বোঝে না…’। এরপর তিনি বলেন, ‘স্টেজে শাহরুখ খান আছে অন্য কিছু গাইতে কী করে পারি।’ রং দে তু মোহে গেরুয়া… গানটি গান। শাহরুখ খানের লিপে এই গান বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল, স্বাভাবিকভাবেই মঞ্চে এই গান শুনে খুশি হয়ে যান বাদশা।

মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অরিজিৎ সিং এখন কর্মসূত্রে মুম্বাইয়ের বাসিন্দা হলেও অধিকাংশ সময় তিনি কাটান জন্মভিটেতেই। এমনকি অধিকাংশ সময় এখানে কাটানোর পাশাপাশি তিনি এখানকার যুবক-যুবতীদের জন্য বিভিন্ন পরিকল্পনা করছেন। মাটির মানুষ অরিজিৎ যে কারণেই বারবার সবার কাছে নয়নের মনি হয়ে ওঠেন।

Advertisements