প্রয়োজন ১০০ কোটি টাকা, পাশে দাঁড়াতে খোলা মঞ্চে আর্জি জানালেন অরিজিৎ সিং

Antara Nag

Updated on:

Advertisements

স্বনামধন্য সংগীত শিল্পী অরিজিৎ সিং এর গান সবাইকে মুগ্ধ করে। তার গলায় গান শোনার জন্য কোটি কোটি টাকা খরচা করতেও মানুষ রাজি। কিন্তু সাফল্যের শিখরে পৌঁছেও তিনি সব সময় মাটির সাথে মিশে থাকেন। মুম্বাইয়ের কাজ করা সত্ত্বেও তিনি তার মুর্শিদাবাদ এর জিয়াগঞ্জের পৈত্রিক ভিটে কে আপন করে নিয়েছেন।

Advertisements

জিয়াগঞ্জের মানুষের আপদে-বিপদে সব সময় তিনি পাশে থাকেন ।কিন্তু তার মুখে হঠাৎই শোনা গেল নতুন প্রচেষ্টার কথা। এক নতুন লক্ষ্যের দিকে তিনি এগিয়ে চলেছেন। মুম্বাইয়ের জিও গার্টেনে ছিল তার কনসার্ট, সেখানেই কিবোর্ড বাজাতে বাজাতে তিনি তার মনের সুপ্ত আকাঙ্খার কথা ব্যক্ত করেছেন।

Advertisements

স্বল্পভাষী অরিজিৎ সিং সব সময় মাটির সাথে জুড়ে থাকতে পছন্দ করেন ।তিনি তার জিয়াগঞ্জের বাড়িতে থাকেন এবং তার নিজের ছেলেকেও জিয়াগঞ্জের একটি বেসরকারি স্কুলে ভর্তি করেছেন। সেখানকার মানুষের সুখ দুঃখে সব সময় তিনি পাশে থেকেছেন। স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থা শুরু করতে চান। তিনি বিশ্বাস করেন পরিবর্তন সবসময় নিজের বাড়ি থেকে হওয়া উচিত।

Advertisements

জিয়াগঞ্জের স্থানীয় বাসিন্দাদের জন্য তিনি আগেই করেছেন একটি ইংরেজি প্রশিক্ষণ কেন্দ্র। তার পাশাপাশি তিনি একটি ইংরেজি মাধ্যম স্কুলের ভিত স্থাপনেরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু একটি সেলফ সাসটেন্ড স্কুল তৈরি করতে প্রয়োজন বিপুল অর্থের প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি। আরব সাগরের তীরের মহানগরী হল তার কর্মস্থল সেখানেই সেদিন তিনি তার কনসার্টের মাঝে তার মনের বাসনা কথা ব্যক্ত করেন এবং মানুষের কাছে অর্থ নয় মানুষের সঙ্গ আবেদন করেন।

বিভিন্ন দেশ-বিদেশ ও দেশের বিভিন্ন শহরে শো করলেও অরিজিৎ সিং কে বেশিরভাগ সময়ে দেখতে পাওয়া যায় তার পৈত্রিক বাড়ি জিয়াগঞ্জ এ। ইতিমধ্যেই জানা যাচ্ছে আগামী বছর কলকাতার ইকো পার্কে তিনি শো করতে চলেছেন এবং সেই শো এর টিকিট বিক্রি হতে চলেছে হাজার হাজার টাকায়। এই শো নিয়ে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই বিপুল আলোড়ন দেখা দিয়েছে।

Advertisements