শিলিগুড়ির কনসার্টের জন্য কত নিলেন অরিজিৎ! অঙ্কটা জানলে চোখ কপালে উঠবে

Antara Nag

Published on:

Advertisements

মাত্র এক মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গে দ্বিতীয় কনসার্ট করলেন ভারতের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। শুধু জনপ্রিয় নয়, সবচেয়ে দামিও বটে। মঙ্গলবার তিনি গাইলেন শিলিগুড়িতে। এই কনসার্টে গাইতে অরিজিৎ কত টাকা চার্জ করেছেন জানেন? অঙ্কটা জানলে চোখ কপালে উঠবে।

Advertisements

প্রথমবার উত্তরবঙ্গে অরিজিতের (Arijit Singh) শো। তাই শুরু থেকেই টিকিটের চাহিদা ছিল আকাশছোঁয়া। এদিন বিকাল থেকেই স্টেডিয়াম জুড়ে দর্শকদের ভিড় ছিল। সন্ধ্যা গড়াতেই মঞ্চে ওঠেন অরিজিৎ। গানে গানে জমিয়ে দেন আসর। শুধু শিলিগুড়ি নয়, সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকেও দর্শক আসেন অরিজিতের কনসার্টে।

Advertisements

যে শোয়ের জন্য এত মাস ধরে অপেক্ষায় ছিলেন উত্তরবঙ্গের মানুষ, সেই শোয়ের জন্য প্রায় আড়াই কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি। তবে এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ নিজের জন্য নয়, অরিজিৎ (Arijit Singh) খরচ করবেন সমাজসেবায়। অনুষ্ঠানের উদ্যোক্তাদের তরফে জানা যায়, প্রাপ্ত অর্থের গোটাটাই তিনি খরচ করছেন শিশুদের হাসপাতাল, দুঃস্থ শিশুদের হার্টের চিকিৎসা, গানের স্কুল, খেলার মাঠ নির্মাণে। নিজের ভিটেমাটি জিয়াগঞ্জেই গড়ে তুলেছেন এই সব। যদিও ইতিমধ্যেই খেলার মাঠের উদ্বোধন করে ফেলেছেন।

Advertisements

এর আগে মুম্বাইয়ের কনসার্টেও এ কথা বলেছিলেন অরিজিৎ। এবার শিলিগুড়ি কনসার্টের সময়ও তিনি সেই একই কথা জানান। তিনি বলেন, পারিশ্রমিকের পুরো টাকাও যাবে দুঃস্থ শিশুদের হার্টের চিকিৎসায়। শিলিগুড়ির মঞ্চ থেকে তিনি আরো বললেন, একটা টিম কাজ করছে। যে সব গ্রামের ৪০-৫০ কিমির মধ্যে কোনও হাসপাতাল নেই, সেই সব জায়গাগুলো খুঁজে বের করছে তারা।

অরিজিৎ বলেন, সেই টিম জেলায় জেলায় খোঁজ করছে। তবে প্রথমে তার বাড়ি মুর্শিদাবাদ থেকে কাজ শুরু করেছে তারা। ইচ্ছে আছে এই কাজ সারা দেশে ছড়িয়ে দেবার। এই বিষয়ে সকলকে পাশে থাকার অনুরোধ করেন অরিজিৎ।

হাসপাতাল ও স্কুল গড়ার লক্ষ্য যে তিনি নিয়েছেন সেটা এর আগেও বলেছেন। অরিজিৎ বলেছিলেন, কম করে একশো কোটি টাকার প্রয়োজন তাঁর। এত টাকা মানুষের সহায়তা ছাড়া তোলা সম্ভব নয়। এবারও তিনি জানিয়ে গেলেন, কোটি কোটি টাকা তিনি নিজের জন্য পারিশ্রমিক নেন না। তিনি সেই টাকা মানুষের সেবাতেই খরচ করবেন।

Advertisements