দাদার মতোই অসাধারণ গলা, টলিউডে পা দিলেন অরিজিৎ-এর বোন

SHARMISTHA CHATTERJEE

Updated on:

Advertisements

শর্মিষ্ঠা চ্যাটার্জী : বলিউড তথা টলিউডের গানের জগতে প্রথম সারিতে থাকা গায়কদের মধ্যে যাঁর নাম সর্বাধিক আগে উচ্চারিত হয় তিনি হলেন অরিজিৎ সিং। জনপ্রিয়তার শিখরে সর্বাধিক গুরুত্ব পায় এই নামটি। তাঁর কেরিয়ারের সূচনা হয়েছিল মুর্শিদাবাদের জিয়াঙ্গঞ্জ শহর থেকে একটা দীর্ঘ পথ অতিক্রম করে কলকাতায় এসে। তারপরেই স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল যে যাত্রায় তিনি একজন সফল যাত্রী।

Advertisements

কিন্তু দাদার দেখানো পথ অনুসরণ করে এবার সেই পথেই প্রবেশ ঘটলো অরিজিৎ সিং এর বোন অমৃতা সিং এর। দাদার মতোই টলিউডে একটা পাকাপাকি জায়গা করে নিতে তিনি এসেছেন কলকাতায়। তবে বলা ভালো, ইতিমধ্যেই বোনও কিন্তু কম যান না।

Advertisements

অমৃতা সিং টলিউডে কয়েকটি গান গেয়ে ফেললেও তাঁর স্বপ্ন কিন্তু এখানেই থেমে থাকার নয়। দাদার ন্যায় অনেক বড় মাপের গায়ক হওয়ার স্বপ্ন দেখে সেও। অরিজিৎ সিং এর গানের জাদুতে যেমন সবাই মুগ্ধ বোন অমৃতাও কিন্তু কিছু কম যায় না। এখনই সুরের জাদুতে সবাইকে তাক লাগিয়েছেন তিনিও। দাদার থেকে মাত্র সাড়ে চার বছরের ছোট অমৃতার গানের জগতে প্রবেশের সময় ইতিমধ্যেই দাদা অরিজিৎ কিন্তু সাফল্যের চূড়ায়।

Advertisements

অমৃতার গানের প্রশিক্ষণ মূলত তাঁর মা এর হাত ধরেই। তিনিও একজন গানের জগতের মানুষ হওয়ায় বীরেন্দ্র প্রসাদ হাজারীর কাছে তিনি গানের শিক্ষাও নিয়েছেন। এমনকি কলকাতায় কৌশিকী চক্রবর্তীর কাছেও তাঁর কিছু শিক্ষা নেওয়া।

গানের জগতে প্রবেশের পর সঙ্গীত পরিচালক অরিন্দম চট্টোপাধ্যায়ের নজরে চলে আসেন অমৃতা তারপরেই সুযোগটা আসে। মৈনাক ভৌমিকের বিখ্যাত ছবি ‘জেনারেশন আমি’ তে ভুলে যেও আমাকে, গানটি গেয়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন অমৃতা। যদিও বাংলায় গাওয়া এটিই তাঁর প্রথম গান ছিল।

ইতিমধ্যেই ২০১৭ সালে নিলয় মজুমদারকে বিয়ে করে সংসারী হলেও অমৃতা কিন্তু দাদার মতোই একজন বড়ো গায়িকা হওয়ার স্বপ্ন দেখে চলেছেন। এমনকি দুই ভাই বোন এক স্টেজে গানও গেয়েছিলেন। অমৃতা বর্তমানে টলিউডের সাথে সাথে বলিউড গান গাওয়ার ক্ষেত্রেই প্রশিক্ষণ নিয়ে চলেছেন। দু চোখ ভরা স্বপ্ন তাঁর গায়িকা হওয়ার।

Advertisements