Ed Sheeran: স্কুটি চেপে ঘুরে বেড়ানো থেকে লস্যি খাওয়া, বন্ধুত্বের দিনযাপন এভাবেই করলেন অরিজিৎ-শিরান

Prosun Kanti Das

Published on:

Advertisements

Ed Sheeran: সোমবার বেঙ্গালুরু থেকে এড শিরান সোজা চলে আসেন কলকাতা। তারপর সেখান থেকে সোজা চলে যান অরিজিৎ সিং-র বাড়িতে। গত সেপ্টেম্বর মাসে লন্ডনের একটি কনসার্টে শিরানের সাথে মঞ্চে ভাগ করে নিয়েছিলেন অরিজিৎ সিং। সেখানে এড জানিয়েছিলেন, তিনি নাকি অরিজিৎ-র মস্ত বড় ফ্যান। ৯ই ফেব্রুয়ারি থেকে শিরানের ভারত সফর শুরু হয়েছে বেঙ্গালুরু কনসার্ট দিয়ে। তারই ফাঁকে সোমবার তিনি আসেন অরিজিৎ সিং-র বাড়িতে।

Advertisements

বেঙ্গালুরু থেকে শিলং যাওয়ার পথে তিনি কলকাতা নেমে চলে যান জিয়াগঞ্জে। গায়ক বন্ধুর সাথে আড্ডা দেওয়া ছিল তার মূল উদ্দেশ্য। তবে গায়কের বাড়িতে এই পপ গায়ক আসার জন্য মূলতঃ হইচই পড়ে যায় গায়ক পাড়ায়। ইতিমধ্যে তাদের কিছু ভিডিও ও ছবিও ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়। তবে জানা গিয়েছে, এই দিন অরিজিৎ ও এড শিরান (Ed Sheeran) একটি মিউজিক ভিডিওর শ্যুটও করছিল একসাথে।

Advertisements

অরিজিৎ ও এড শিরানকে (Ed Sheeran) নৌকাবিহার করতেও দেখা যায় এই দিন। জিয়াগঞ্জের গঙ্গায় শিবতলা ফেরিঘাটে নৌকায় চড়েন অরিজিৎ ও শিরান। শিরানের ইচ্ছা ছিল গঙ্গাবক্ষে সূর্যাস্ত দেখার। ঐদিন ৩০ মিনিট ধরে নৌকা চড়েন তারা। অনেক ছবিও তোলেন একসাথে। তাদের দেখতে লাখো লাখো মানুষ ভিড় জমিয়েছিল গঙ্গা পাড়ে। শিবতলা ঘাট থেকে জিয়াগঞ্জ ঘাট পার করে সাগরদিঘি পর্যন্ত যান তারা। তারপর দুজনে মিলে আবার ফিরে আসেন অরিজিৎ-র বাড়িতেই।

Advertisements

আরও পড়ুন: এখনও বাকি আট মাস, তারই মধ্যে টেইলর সুইফটকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়ল কোল্ডপ্লে

তবে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, স্কুটি চালাচ্ছেন অরিজিৎ সিং আর পেছনে বসে রয়েছেন এড শিরান (Ed Sheeran)। স্কুটিতে চেপে সারা জিয়াগঞ্জ ঘুরে বেড়াচ্ছেন তারা। অরিজিৎ নিজের শহরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছেন শিরানকে। এইদিন অরিজিৎ সিংয়ের এক ফ্যান পেজের তরফে এড শিরানের জিয়াগঞ্জ সফরের একটি নতুন ভিডিযও পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, শিরান একটি ছোট্ট মফঃস্বল শহরের এক স্থানীয় দোকান থেকে লস্যি খাচ্ছেন।

এড শিরান (Ed Sheeran) আগে শুনেছিলেন, খ্যাতির চূড়ায় থেকেও আজও একেবারেই মাটির মানুষ অরিজিৎ। এখনও নিজের স্কুটার চেপে ঘুরে বেড়ান গোটা গ্রাম। শুনে নিশ্চয়ই অবাক হয়েছিলেন এড, সঙ্গে এই ঘটনা নিজের চোখে দেখারও সাধ জেগেছিল তাঁর। তাই ঘুরতে চলে আসেন জিয়াগঞ্জে। শিরান তার সফরের শুরুতেই, বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে ফুটপাতে গান গেয়ে পুলিশি বিপাকে পড়েছিলেন। পুলিশি অনুমতি থাকলেও, নিরাপত্তার কারণ দেখিয়ে তার স্ট্রিট পারফরম্যান্স বন্ধ করে দেয় বেঙ্গালুরু পুলিশ। তবে এই ঘটনা দেশের বিভিন্ন জায়গায় চর্চার বিষয় হয়ে ওঠে।

Advertisements