‘যে লোকটা হাঁটতে পারে না, সে আবার গুন্ডা!’, অনুব্রতকে কটাক্ষ অর্জুনের

নিজস্ব প্রতিবেদন : “যে লোকটা হাঁটতে পারে না, সেই লোকটা গুন্ডা কি করে হলো! যে লোকটা হাঁটলে একজন পুলিশের কাঁধ ধরে হাঁটে, সেই লোকটা গুন্ডা হলো কি করে! আর একটা পুরুষ মানুষকে মহিলা প্রটেকশন দেয় কিভাবে আমি বুঝতে পারছি না!”

ঠিক এভাবেই মঙ্গলবার মল্লারপুরে এনআরসি ও সিএএ’র সমর্থনে সভা করতে এসে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং কটাক্ষ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। পাশাপাশি তিনি এদিন আক্রমণ করতে ছাড়লেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্য সরকারকে।

মমতা ব্যানার্জিকে আক্রমণ করে তিনি বলেন, “মমতা ব্যানার্জি রাজ্যের বিভিন্ন জায়গাতে এক একটা গুন্ডা রেখে প্যারালাল সিস্টেমে রাজ্য চালাচ্ছেন। যেমন বীরভূমে একটা গুন্ডা, কলকাতায় একটা গুন্ডা ববি হাকিম, ঠিক এইভাবে অন্যান্য জায়গাতেও তিনি গুন্ডা রেখে রাজ্য চালাচ্ছেন।” পাশাপাশি তিনি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “পুলিশ আর গুন্ডা সরে গেলে আপনার পাশে একটা মানুষও থাকবে না। এই সরকার আর বেশিদিন থাকবে না। পুলিশ আর গুন্ডার ভরসায় বেশিদিন সরকার চালানো যায় না। সেটাই যদি হতো তাহলে পৃথিবীর কোন কোন রাজা, রাজপরিবার কোনদিন শেষ হতো না। মমতা ব্যানার্জির কাছে পশ্চিমবাংলা রাজপরিবার হয়ে গেছে।”

এছাড়া এদিন তিনি অনুব্রত মণ্ডলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনি আছেন তৃণমূলে, আমিও ছিলাম। কি কি কাজ করতেন আপনি আর কি হতো, আমার সব জানা’ই আছে। আপনার কত সাহস এটাও আমার জানা আছে। কতবার ঘুরঘুর করে আমাদের পিছনে ঘুরতেন, অর্জুন দা একটু দেখুন, অর্জুন দা একটু দেখুন। মনে নেই? আমার উপরে হামলা করলে আমি সঙ্গে সঙ্গে জবাব দি। সময় দি না। টাইম দি না। আমাকে মারলে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির কত ভাইরা অনাথ হয়ে যাবে।”

এছাড়াও তিনি মমতা ব্যানার্জি প্রসঙ্গে বলেন, “উনি কখন সত্যি কথা বলেন সেটাই প্রশ্ন থেকে যাচ্ছে। তিনি নাটক করতে পারেন সব থেকে ভালো।”

প্রসঙ্গত, এনআরসি ও সিএএ এর সমর্থনে মঙ্গলবার মল্লারপুরের মিছিলে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল ও দলীয় অন্যান্য কর্মী নেতারা।