নিজস্ব প্রতিবেদন : অনুমতি পেলেই পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালানোর জন্য প্রস্তুত ভারতীয় সেনা। ঠিক এভাবেই বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে।
দিনের পর দিন উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠছে ভারত ও পাকিস্তানের সীমারেখা। বারংবার কাশ্মীর সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের সেনারা গুলিবর্ষণ করছে ভারতীয় সেনাদের লক্ষ্য করে। এমনকি গত বুধবার রাতেও এই ঘটনার ব্যতিক্রম কিছু ঘটেনি। তবে বুধবার রাতে সেই ঘটনায় উপযুক্ত জবাব দেয় ভারতীয় সেনারা। আর এই বিষয় নিয়ে নাভারানে মন্তব্য করেন, “এই ধরনের পরিস্থিতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গিয়ে ভারতের পুনর্ত্তর দেওয়ার অধিকার রয়েছে। প্রয়োজন হলে তাই করা হবে।”
ভারতীয় সেনাদের মনোবল ও প্রস্তুতি প্রসঙ্গে তিনি এদিন বলেন, “জম্মু-কাশ্মীর সহ দেশের সমস্ত সীমান্তে ভারতীয় সেনারা প্রস্তুত রয়েছে। সব রকম পরিস্থিতির মোকাবেলা করার জন্য পরিকল্পনাও রয়েছে তাদের। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে পরিকল্পনা রয়েছে ভারতীয় সেনার। অনুমতি পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ভারতীয় সেনা।”
কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে পাকিস্তানকে কটাক্ষ করে এদিন তিনি বলেন, “জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে হতবাক হয়ে পড়েছে পাকিস্তান। এমন ঘটনা যে ঘটতে পারে তা তারা কোনদিন আশা করেনি। আর এখন তারা সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ভারতের উপর গুলিবর্ষণ করে মান সম্মান বাঁচাতে চাইছে।”
প্রসঙ্গত গত মঙ্গলবার ভারতীয় সেনা প্রধানের কুর্সিতে বসেন মনোজ মুকুন্দ নারাভানে। এরপর তাঁর ছবি প্রকাশ্যে আসতেই দেখা যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি ছিলেন অন্যতম মুখ। তখনই বোঝা যায় যে কুর্শিতে বসেই তিনি পাকিস্তানকে কড়া বার্তা দেবেন। আর তাই হলো।