আজকাল প্রযুক্তির দ্বারা অনেক কিছুই দেখা সম্ভব। কল্পনাশক্তি কাজে লাগিয়ে একটি নিখুঁত ছবি তৈরি করার জন্য খুবই বিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)। সেই প্রযুক্তি কাজে লাগিয়ে অনেক সময়েই নানা ধরনের ছবি সামনে আসে। আর প্রত্যেকটিই হয় ভবিষ্যতের ছবি। এগুলি দেখলে মনেই হবে না যে সেটি কোনো প্রযুক্তির (Artificial Intelligence) দ্বারা তৈরি সম্পূর্ণ কাল্পনিক একটি ছবি।
ভারতের সবথেকে জনপ্রিয় গণপরিবহন ব্যবস্থা হলো ট্রেন। এমন কোন মানুষ নেই যিনি ট্রেন দেখেননি। প্রায় প্রতিটি মানুষই ট্রেনে যাত্রা করেছেন। আর তাই সাধারণ মানুষের বিশেষ সুবিধার জন্য বিশেষভাবে তৈরি করা হয়ে থেকে ট্রেন গুলিকে। প্রায়ই যুগের সাথে তাল মিলিয়ে বদলে যায় ট্রেনের রূপ। আর এবার ভবিষ্যতে ট্রেনের রূপ কেমন হতে পারে তার একটি ঝলক দেখতে পাওয়া গেল এবার সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় রেল (Indian rail) গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় গণপরিবহন ব্যবস্থা। ভারতীয় রেলে মাধ্যমে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যান। আর ভারতীয় রেল বেশ কিছু কঠোর নিয়ম মেনে এই বিপুল কর্মকাণ্ড পরিচালনা করে। তবে এই কর্মকাণ্ড পরিচালনার জন্য সবথেকে সহায় হলো ভারতের ট্রেনগুলি।
এই ট্রেনের পরিকাঠামোগুলি যদি সঠিক না থাকতো তাহলে হয়তো প্রতিদিন এই বিশাল যুদ্ধ জয় করতে পারত না ভারতীয় রেল (Indian rail)। আর সেই কারণে যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত বদল হয়ে চলেছে ট্রেনের বাহ্যিক রূপ। তাই আশা করাই যায় যে, আগামী কয়েক বছরে এই ট্রেনের আরো একাধিক পরিবর্তন।
তেমনই ভারতীয় রেলও (Indian rail) ভবিষ্যতে কেমন দেখতে হবে তার একটি খণ্ডচিত্র তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)। ইন্টারনেটে সেই ছবি প্রকাশিতও হয়েছে কয়েকদিন হলো। সেখানে দেখা যাচ্ছে, ভবিষ্যতে সম্পূর্ণ নতুন ধরনের আরও অত্যাধুনিক ট্রেন চালাবে ভারতীয় রেল। এই ট্রেনগুলির নকশা আজকের ট্রেনের মতো একেবারেই নয়। বরং কিছুটা বিমানের মতো দেখতে। অর্থাৎ মনে করা হচ্ছে, ভবিষ্যতে হয়তো ভারতে বিদেশের মতোই সব হাই-স্পিড ট্রেন চলবে আমাদের ভারতে। আর আমাদের দেশ যেভাবে প্রগতি করছে, এটি হওয়া খুব একটা আশ্চর্যের কিছু নয়।