Dubrajpur: উপহার দেওয়ার ইচ্ছেটাই আসল কথা! নতুন বছরের আগেই যা করলেন এই ব্যক্তি

Laltu Mukherjee

Published on:

Advertisements

Dubrajpur: অন্য কিছু দেওয়ার সামর্থ্য নেই, যে কারণে নতুন বছরের উপহার হিসাবে এক চিত্রশিল্পী নিজের প্রিয় দুই জনের পোর্ট্রেট একে দুই প্রিয় ব্যক্তির হাতে তুলে দিলেন। নিজের প্রিয়জনদের এই ছবি নিজের হাতে একে যে চিত্রশিল্পী উপহার দিয়েছেন তিনি হলেন তারকনাথ হাজরা। দুবরাজপুর (Dubrajpur) পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে এবং দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ ওই চিত্রশিল্পীর প্রিয় দুইজন মানুষ। এই দুজন প্রিয় মানুষকে তার কিছু উপহার দেওয়ার ইচ্ছে হয়। তবে ইচ্ছে হলেও সেই রকম কোন সামর্থ্য তার ছিল না। আর সেই কারণেই তিনি নিজের হাতেই দুজনের পোর্ট্রেট আঁকেন। আর সেই পোট্রেট দুজনকে উপহার দেন।

Advertisements

সোমবার এই দুটি ছবি দুজনের হাতে তিনি তুলে দেন। ছবি দুটি দুজনের হাতে তুলে দিয়ে তিনি জানান, “দুবরাজপুর (Dubrajpur) শহরের দুই প্রান্তের মানুষ আমার মনের প্রিয় মানুষ, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ ও দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে। এনারা দুবরাজপুরের পাশে এবং দুবরাজপুরের সমস্ত মানুষের সুখ দুঃখের পাশে ও সাথের সঙ্গী। সমস্ত মানুষের আপদে-বিপদে এনারা দৌড়ে যান। আমার তাই ইচ্ছা ছিল এই দুজন আমার খুব প্রিয় এবং মনের মানুষকে কিছু উপহার দেওয়ার। কিন্তু আমার দেওয়ার মতো কিছু নেই, কিন্তু আমি নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য নিজের হাতে এঁকে তাদের কে উপহার দিলাম। আমার খুব ভালো লাগছে। আমার কাছে দুই মহান ব্যক্তির আমার খুব প্রিয় মানুষ তাদেরকে যে আমি নিজের হাতে ছবি এঁকে দিতে পারলাম এটা আমার কাছে সত্যি খুব গর্বের খুব ভালো লাগছে আমার।”

Advertisements

অন্যদিকে এমন উপহার পেয়ে দুবরাজপুর (Dubrajpur) পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে জানান, “অভেদানন্দ মেলায় তার হাতে আঁকা বিভিন্ন ছবি দেখেছিলাম। খেটে খাওয়া পরিবারের এমন একজন শিল্পীর এই সকল ছবি দেখে আমার খুব ভালো লেগেছিল। আর এখন উনার হাতে আঁকা আমার নিজের ছবি উপহার পেয়ে ভালোলাগা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। নতুন বছরে উনার শ্রীবৃদ্ধি কামনা করি।”

Advertisements

আরও পড়ুন:Weather in BengalWeather in Bengal: কেমন থাকবে আগামী কয়েক দিনের বাংলার আবহাওয়া, নতুন বছরে শীতের দেখা কি মিলবে

দুবরাজপুর (Dubrajpur) শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানিয়েছেন, “ওনার হাতে আঁকা সমস্ত ছবি অনবদ্য। বিশেষ করে আমাদের যে সকল জীবন্ত ছবি উনি একে থাকেন সেগুলি নতুন করে বলার কিছু নেই। আমরা খুব খুশি এবং উনি যাতে আরও উন্নতি করেন সেই প্রার্থনা করব ঠাকুরের কাছে।”

চিত্রশিল্পী তারকনাথ হাজরা তার অনবদ্য ছবি আঁকার পাশাপাশি বিভিন্ন মেলায় ও প্রদর্শনীতে নিজের আঁকা ছবি তুলে ধরেন। ঠিক সেই রকমই সম্প্রতি শেষ হওয়া দুবরাজপুরের (Dubrajpur) অন্যতম জনপ্রিয় অভেদানন্দ মেলাতেও নিজের হাতের আঁকা ছবি নিয়ে বসেছিলেন। আর এবার তিনি নিজের সামর্থ্য অনুযায়ী নিজের প্রিয় দুই মানুষকে তাদের ছবি উপহার দিলেন, যেগুলি নিজে হাতে পরিশ্রম করে এঁকেছেন।

Advertisements