একমাত্র অমর্ত্য সেন, ভারতরত্ন হিসাবে সবথেকে বেশিবার বিনামূল্যে বিমানযাত্রা করেছেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারত সরকারের তরফ থেকে হাতেগোনা কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মাননা ভারতরত্ন দেওয়া হয়ে থাকে। এই সম্মাননা হিসেবে প্রাপক ভারতের রাষ্ট্রপতি দ্বারা স্বাক্ষরিত একটি শংসাপত্র এবং অশ্বত্থ পাতার আকৃতি বিশিষ্ট একটি পদক পেয়ে থাকেন।

Advertisements

এগুলি ছাড়াও এই ভারতরত্ন প্রাপকদের দেওয়া হয়ে থাকে একাধিক সুযোগ-সুবিধা। সেই সকল সুযোগ সুবিধার মধ্যে অন্যতম একটি হলো বিনামূল্যে বিমানযাত্রা। দেশে এই মুহূর্তে যে সকল ভারতরত্ন জীবিত রয়েছেন তাদের মধ্যে এই বিনামূল্যে বিমানযাত্রার সুবিধা উপভোগ করেন একমাত্র অমর্ত্য সেন। বাকি অন্যান্য ভারতরত্ন যেমন শচীন তেন্ডুলকর, লতা মঙ্গেশকররা এই সুবিধা পেলেও তারা তা নেন না। এমনটাই জানা গিয়েছে সম্প্রতি এক RTI এর উত্তর থেকে।

Advertisements

ভারতরত্ন প্রাপকদের জন্য বিনামূল্যে বিমান পরিষেবার সুবিধা দেওয়া হয়ে আসছে ২০০৩ সাল থেকে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমল থেকে এই সুবিধা চালু করা হয়। বিশিষ্টজনেদের সুবিশাল সাফল্যকে স্বীকৃতি দিতে সরকারের তরফ থেকে এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভারতরত্নদের বিনামূল্যে বিমান যাত্রা করার সুযোগ দেওয়ার পাশাপাশি টিকিটের ক্ষেত্রে সমস্ত রকম কর ছাড়ও দেওয়া হয়। পাশাপাশি এই প্রাপকদের বিমান টিকিট সর্বোচ্চ ক্লাসের, তারা পেয়ে থাকেন এক্সিকিউটিভ ক্লাসের টিকিট।

Advertisements

পরিসংখ্যান বলছে এযাবৎ ভারত সরকারের তরফ থেকে মোট ৪৮ জনকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়েছে। যাদের মধ্যে ১৪ জনকে ভারতরত্ন দেওয়া হয় মরণোত্তর এবং বাকি ৩৪ জন জীবিত অবস্থায় ভারতরত্ন পেয়েছেন। আবার এই ৩৪ জনের মধ্যে বর্তমানে জীবিত ভারতরত্ন হলেন মাত্র চারজন। যারা হলেন অমর্ত্য সেন, শচীন তেণ্ডুলকর, লতা মঙ্গেশকর এবং সিএনআর রাও। আর এই চারজন ভারতের মধ্যে বর্তমানে একমাত্র অমর্ত্য সেনই, যিনি বিনামূল্যে বিমানযাত্রা উপভোগ করেছেন এবং সবথেকে বেশিবার বিনামূল্যে বিমানযাত্রা করেছেন। এমনটাই দাবি করা হয়েছে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার খবরে।

RTI থেকে জানা গিয়েছে, ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মাত্র চার বছরে অমর্ত্য সেন মোট ২১ বার বিনামূল্যে এয়ার ইন্ডিয়ার এক্সিকিউটিভ ক্লাসে যাত্রা করেছেন। যদিও এই চার বছরে ২১ বার বিনামূল্যে বিমান যাত্রা করার জন্য অমর্ত্য সেনের ক্ষেত্রে কত টাকা খরচ বহন করতে হয়েছে এয়ার ইন্ডিয়াকে তার মোট হিসেব দেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ওই সময় বিমান ভাড়ার সঠিক হিসেব না মেলার কারণে মোট খরচের কথা জানানো যাচ্ছে না।

Advertisements