A recent East-West Metro update is saying there will be a delay in the completion of the work: সর্বসাধারণের সুবিধার্থে একাধিক নতুন পরিকল্পনা নিয়ে এসেছে কলকাতা মেট্রো। মানুষের মধ্যে মেট্রো পরিষেবা গ্রহণের চাহিদা দিন দিন বাড়ছে। ট্রেন, বাস বা অন্যান্য যানবাহনের মতোই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে কলকাতা মেট্রো। সম্প্রতি ভারতীয় রেল পরিষেবার ইতিহাসে নতুন পালক যোগ করেছে কলকাতা মেট্রো। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা চালু করেছে কর্তৃপক্ষ। ইস্ট ওয়েস্ট মেট্রোর (East-West Metro Update) এই অভাবনীয় পরিকল্পনা ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়।
শুরুর দিন থেকে আজ অব্দি এই রূটটির প্রতি মানুষের আকর্ষণ একটুও কমেনি। এই যুগান্তকারী রুট শুধু ভারতবর্ষ না, সমগ্র এশিয়া মহাদেশের রেল পরিষেবায় জায়গা করে নিতে পেরেছে। কিন্তু এত আনন্দের মাঝেও খারাপ খবর শোনালো মেট্রোরেল কর্তৃপক্ষ। সম্প্রতি প্রকাশ্যে আসা ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro Update) সংক্রান্ত বিশেষ কিছু তথ্য যাত্রীদের হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বউবাজার এলাকা।
বউবাজার সাবসিডেন্স এলাকার উপর দিয়ে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড সংযুক্ত করণের কাজ চলছে। কর্মরত সংস্থার পক্ষ থেকে সম্প্রতি একটি রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্ট দেখে হতাশ যাত্রীরা। রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারির আগে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের সম্পূর্ণ রান কোনভাবেই সম্ভব নয়। আদতে এই কাজ শেষ করে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুটে মেট্রো চলাচলের পরিকল্পনা বাস্তবায়িত হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ।
ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro Update) করিডোর সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে পেশ করা রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের আগে কোনভাবেই ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের কাজ শেষ করা সম্ভব নয়। কিছুদিন আগে একটি রিপোর্টে ১৬.৬ কিলোমিটার দীর্ঘ করিডোরটি তৈরি করার কাজ অক্টোবরে শুরু করার কথা ঘোষণা করেছিল রেল কর্তৃপক্ষ। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অব্দি ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল পথে মাত্র ২.৫ কিলোমিটার পথের কাজ এখনো শেষ করা সম্ভব হচ্ছে না। তবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি গ্রীন লাইনের মেট্রো চলাচল শুরু হয়ে গেছে। এছাড়া ইস্ট-ওয়েস্ট মেট্রো শিয়ালদা থেকে এসপ্ল্যানেডগামী রেলপথেও কিছু দূর পর্যন্ত রেল পরিষেবা পাওয়া যাচ্ছে।
পুরো রেলপথের কাজ শেষ করা গেলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে বউবাজার এলাকা। সম্প্রতি বউবাজারে ঘটে যাওয়া বিপর্যয়ের কারণে, দ্রুতগতিতে কাজ করতে পারছে না দায়িত্ব প্রাপ্ত সংস্থা। তাই জন্যে অত্যন্ত ধীরগতিতে কাজ এগোচ্ছে এই এলাকায়। ক্রমাগত মাটির শক্তি বাড়ানোর চেষ্টা করে চলেছে রেল কর্তৃপক্ষ। একদিকে চলছে মাটিকে শক্তিশালী করে তোলার কাজ, অপরদিকে ধীরগতিতে চলছে রেলপথ তৈরির কাজ। সেই কারণেই সময় লাগছে অনেকটা। কবে ইস্ট-ওয়েস্ট রেলপথের (East-West Metro Update) পরিকল্পনা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে সেই অপেক্ষায় সমগ্র কলকাতাবাসী।