WhatsApp Recent Updates: এই সব গ্রাহকদের WhatsApp নিয়ে টানাটানি! জানুন পরিষেবা বাঁচাতে কী করবেন

Account will be closed on old Android phones before Puja: বর্তমানে প্রযুক্তি দিনকে দিন উন্নতি লাভ করছে, বলা যায় পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। দূর এখন প্রযুক্তির দৌলতে কাছে চলে এসেছে যেমন পৃথিবীর যে কোনও প্রান্তে থাকা বন্ধুদের একসাথে করতে অথবা অফিসের গুরুত্বপূর্ণ ফাইল দেওয়া-নেওয়া করতে হোয়াট্‌সঅ্যাপের জুড়ি মেলা ভার। বাড়িতে বসেই সব সমস্যার সমাধান হয়ে যায় এক নিমিষে। Whatsapp হল এমন একটি গুরুত্বপূর্ণ সোশ্যাল মাধ্যম যার দ্বারা ছবি, ভিডিয়ো পাঠানোর সবচেয়ে নির্ভরযোগ্য। তবে হোয়াটসঅ্যাপে যদি থাকে পুরনো সংস্করণ খুব শীঘ্রই তা বন্ধ হয়ে যেতে পারে (WhatsApp Recent Updates)।

পরিসংখ্যান অনুযায়ী বলা হয় যে, এদেশে সম্প্রতি হোয়াট্‌সঅ্যাপ ব্যবহারকারী জনগণ এর সংখ্যা ৪৮ কোটিরও বেশি। যে সমস্ত ফোনগুলিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে সেখানেই এই অ্যাপটি ব্যবহার করার সুবিধা রয়েছে। এই বিষয়ে কি বলছে বিশ্বের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা মেটা? এমন অনেক ব্যক্তি আছে যাদের কাছে এখনো অ্যান্ড্রয়েডের পুরনো সংস্করণ রয়েছে, কিন্তু মেটা জানিয়েছে আগামী ৩০ দিনের মধ্যে সেই সব ফোনে হোয়াট্‌সঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে (WhatsApp Recent Updates)।

তাহলে কি করবে সাধারণ জনগণ? চলতি বছরের ২৪শে অক্টোবরের পর থেকে অ্যান্ড্রয়ে়ড ৫.০ এই সংস্করণটি ছাড়া অন্য কোনও ফোনে কিন্তু আর whatsapp এর কোনো পরিষেবা পাওয়া যাবে না। তাই আপনি যদি এই অ্যাপটির সুবিধা উপভোগ করতে চান অবশ্যই নিজের স্মার্ট ফোনকে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সানে আপডেট করাবেন (WhatsApp Recent Updates)।

এই অ্যাপের সমস্ত সুবিধা বজায় রাখার জন্য আপনাকে চটজলদি অ্যান্ড্রয়েড ৫.০ অর্থাৎ, নতুন সংস্করণ রয়েছে এমন কোন ফোন কিনে ফেলতে হবে (WhatsApp Recent Updates)। পাশাপাশি আপনাকে ফোনে সফ্‌টওয়্যার আপডেট করতে হবে। আপনার কাছে যদি পুরনো অ্যান্ড্রয়েড ফোন থাকে হোয়াট্‌সঅ্যাপ কাজ করবেনা বরং একটি টেলিগ্রাম বা সিগনালের মতো অ্যাপ রয়েছে। এই অ্যাপগুলো তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে।

বিস্তারিতভাবে আরও বিশেষ কিছু তথ্য জেনে রাখুন। এবার আপনাকে ফোনের ‘সেটিংস’ অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে ‘অ্যাবাউট ফোন’ বাটনটি সিলেক্ট করতে হবে। তারপর ‘সফ্‌টওয়্যার ইনফো’ বাটনে ক্লিক করলেই অ্যান্ড্রয়েড সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনার হাতের মুঠোয় চলে আসবে।