I.N D.I.A. জোট অতীত! এবার বিজেপির বিরুদ্ধে আসছে নতুন তৃতীয় ফ্রন্ট, থাকবে এই ৩ দল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আগামী কয়েক মাসের মধ্যেই দেশে লোকসভা নির্বাচন (Lok Sabha 2024) ঘোষণা হয়ে যাবে। লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগে ইতিমধ্যেই দেশের শাসক দল বিজেপি এবং বিরোধী দলগুলি জোটবদ্ধভাবে লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির এনডিএ (NDA) কে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়ার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলি তৈরি করেছে ইন্ডিয়া জোট (I.N D.I.A. Alliance)।

Advertisements

ইতিমধ্যেই ইন্ডিয়া জোট নিয়ে চারদিকে নানান আলোচনা শুরু হয়েছে। একাধিকবার এই জোটে থাকা রাজনৈতিক দলগুলির মধ্যে বৈঠকও হয়ে গিয়েছে। এমনকি সমীক্ষায় অংশগ্রহণ করা সংস্থাগুলি দাবি করছে, এবার ভোটে বিজেপি খুব সহজ ভাবে জয় পাবে না। তবে এসবের মধ্যেই এবার নতুন তৃতীয় ফ্রন্টের আভাস পাওয়া গেল। নতুন তৃতীয় ফ্রন্ট গড়ার আভাস এসেছে মূলত ৩টি রাজনৈতিক দলের ক্ষেত্রে।

Advertisements

এনডিএ এবং ইন্ডিয়ার বিরুদ্ধে তৃতীয় ফ্রন্ট তৈরি করার এমন ডাক দিয়েছেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। তিনি ইন্ডিয়া জোটে ডাক পাননি এবং সেই ডাক না পাওয়ার পরিপ্রেক্ষিতেই এমন তৃতীয় ফ্রন্ট তৈরি করার ডাক দিয়েছেন। এর পাশাপাশি তিনি দাবী করেছেন, দেশে যে রাজনৈতিক শূন্যতা রয়েছে তা পূরণ করার ক্ষমতা নেই ইন্ডিয়া জোটের। এই শূন্যতা ভরাট করা যেতে পারে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট তৈরি করা হলে।

Advertisements

এর পাশাপাশি আসাউদ্দিন ওয়াইসি জানিয়েছেন, তার দলকে ডাকা হয়নি বলে তিনি কোন পরোয়া করেন না। অন্যদিকে আসাউদ্দিন ওয়েইসি যে তৃতীয় ফ্রন্ট তৈরি করার কথা জানিয়েছেন তার নেতৃত্ব দিক তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এমনটাই চান তিনি। এছাড়াও নতুন যে তৃতীয় ফ্রন্ট তৈরি হতে পারে বলে সম্ভাবনা তৈরি হচ্ছে তাতে থাকতে পারেন বিএসপি প্রধান মায়াবতী। পাশাপাশি উত্তর-পূর্ব এবং মহারাষ্ট্রের বেশ কিছু রাজনৈতিক দল এতে সামিল হতে পারেন বলেও জানা যাচ্ছে।

অন্যদিকে আসাউদ্দিন ওয়েইসি এদিন এমন তৃতীয় ফ্রন্টের আভাস দেওয়ার পাশাপাশি ফের একবার কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ‘কংগ্রেস কি করেছে সংখ্যালঘুদের জন্য? ছত্তিশগড় ও রাজস্থানী কি করেছে বলুন?’ মোটের উপর তিনি কংগ্রেস বিরোধী জোট গড়তে মরিয়া। অন্যদিকে সত্যিই যদি তিনি এবং কে চন্দ্রশেখর রাও তৃতীয় ফ্রন্ট তৈরি করেন তাহলে লোকসভা নির্বাচনের সমীকরণ বদলে যাবে বলে মনে করা হচ্ছে।

Advertisements