নিজস্ব প্রতিবেদন : পর্যটন কেন্দ্রের জন্য সবসময় উত্তরবঙ্গের দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সহ বিভিন্ন জায়গায় পর্যটকদের কাছে জনপ্রিয়। শুধু উত্তরবঙ্গের (North Bengal) এই সকল জায়গা নয়, এর পাশাপাশি সিকিম সহ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও উত্তরবঙ্গের উপর দিয়েই যাতায়াত করে থাকেন অধিকাংশ পর্যটকরা। মূলত শিলিগুড়িকে প্রথম ডেস্টিনেশন হিসেবে বেছে নেওয়া হয় এবং তারপর সেখান থেকে পর্যটকরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন।
শিলিগুড়ির উপর পর্যটকদের এই ব্যাপক চাপের কারণে অধিকাংশ সময়ই ট্রেনের টিকিট এবং অন্যান্য যে সকল পরিষেবা রয়েছে সেগুলিতে টিকিট নিয়ে চলে আকাল। তবে তেমন পরিস্থিতি থেকে রক্ষা করতে এবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (SBSTC) আসানসোল (Asansol) থেকে চালু করল নতুন বাস পরিষেবা। নতুন এই বাস পরিষেবা চালুর ফলে আসানসোল ছাড়াও আরও বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। আসানসোলের মতো তারাও এবার বাসে চড়ে সরাসরি পৌঁছে যেতে পারবেন শিলিগুড়ি (Asansol Siliguri SBSTC Bus Service)।
একটি ডিলাক্স বাসের মাধ্যমে আসানসোল থেকে যাত্রীদের শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে আসানসোল যাওয়া-আসার পরিষেবা দেবে এসবিএসটিসি। আগামী ১ ডিসেম্বর থেকে এই পরিষেবা বাণিজ্যিকভাবে শুরু হয়ে যাবে বলেই জানা গিয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সূত্রে। এই বাস পরিষেবা আসানসোল থেকে শুরু হওয়ার পর দুর্গাপুর, পানাগড়, সিউড়ি, রামপুরহাট, মালদা, বাগডোগরা হয়ে শিলিগুড়ি পৌছাবে। স্বাভাবিকভাবেই খুশির হওয়া এই সকল এলাকার বাসিন্দাদের মধ্যেও।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন দুটি বাস যাত্রীদের আনা ও নিয়ে যাওয়ার কাজ করবে। আসানসোল থেকে কি দিন বাসটি বিকেল ৩টে ১৫ মিনিটে ছাড়বে। তারপর সেই বাস পরবর্তী স্টপেজ হিসাবে পৌঁছে যাবে দুর্গাপুর সিটি সেন্টার। তারপর ধাপে ধাপে সিউড়ি, মালদার উপর দিয়ে পৌঁছে যাবে শিলিগুড়ি।
অন্যদিকে এই রুটে পরিষেবা দেওয়ার জন্য একই দিনে বিকেল ৫টা ১৫ মিনিটে দ্বিতীয় বাসটি শিলিগুড়ি থেকে রওনা দেবে আসানসোলের জন্য। যেহেতু আসানসোল এবং শিলিগুড়ির মধ্যে দূরত্ব অনেকটাই তাই পরিষেবা দেওয়ার জন্য একসঙ্গে দুটি বাস পরিচালনা করতে হবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে। এই বাসগুলি রাত্রিকালীন পরিষেবা দেবে। কেননা যাতায়াতের ক্ষেত্রে প্রায় ১৩ ঘণ্টার বেশি সময় লাগবে।