Asansol Rail Corridor: আসানসোল থেকে তৈরি হবে নতুন রেল করিডর, অনুমোদন দিল কেন্দ্র সরকার

Shyamali Das

Published on:

Advertisements

বাংলা এক্সপি ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত শুক্রবার বৈঠক করার পর একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ক্ষেত্রে অনুমোদন দিয়েছে। এই সকল অনুমোদনের মধ্যে রয়েছে আবাস যোজনার অর্থ প্রদান থেকে শুরু করে কৃষকদের অর্থ সাহায্য, নতুন নতুন রেল করিডর, পরিবেশ রক্ষায় প্রকল্প ইত্যাদি। এই সকল অনুমোদনের মধ্যেই এবার আসানসোল থেকে নতুন একটি রেল করিডর (Asansol Rail Corridor) তৈরির অনুমোদন পাওয়া গিয়েছে।

Advertisements

কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি যে সকল অনুমোদন দিয়েছে তার মধ্যে রয়েছে আটটি নতুন রেললাইন তৈরির অনুমোদন। যার মধ্যে বড় প্রাপ্তি হলো পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের। কেননা জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার চাকুলিয়া থেকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বুড়ামুরা পর্যন্ত ৫৯.৯৫ কিলোমিটার নতুন রেল লাইন তৈরি হবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের আরও একটি বড় প্রাপ্তি হলো আসানসোল থেকে নতুন রেল করিডর।

Advertisements

আসানসোল থেকে ওয়ারাঙ্গলের মধ্যে তৈরি হবে নতুন এই রেল করিডর। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নতুন এই রেল করিডর তৈরি হলে পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গানা পর্যন্ত পরিবহনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন চলে আসবে। নতুন এই রেল করিডর সবচেয়ে উপকারে আসবে আসানসোলের কয়লা পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গানায় সহজেই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। এছাড়াও যাত্রী পরিষেবাও থাকছে।

Advertisements

আরও পড়ুন : Jhargram New Rail Project: জঙ্গলমহলে খুশি হওয়া, তৈরি হবে নতুন রেলপথ, অনুমোদন দিল কেন্দ্র

রেলের তরফ থেকে নতুন যে রেল করিডর তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে তার ফলে পশ্চিমবঙ্গ ছাড়াও উপকৃত হবে ঝাড়খন্ড, বিহার ও ওড়িশার মতো রাজ্য। কেননা এই রেল করিডর পূর্ব উপকূলের বন্দরগুলির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত তৈরি করবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি অনুযায়ী, নতুন এই রেল করিডরটি ৫০০ থেকে ৭০০ কিলোমিটার হতে পারে। আর এর জন্য কেন্দ্র সরকার অনুমোদন দিয়েছে ৭৩৮৩ কোটি টাকা।

কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন এই যে রেল করিডর তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন সহজেই পণ্য সামগ্রী নিয়ে যাওয়া যাবে, ঠিক সেই রকমই আবার যে সকল যাত্রীরা বিভিন্ন কারণে পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খন্ড থেকে দক্ষিণ ভারত যাতায়াত করে থাকেন তারাও উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্প্রতি যে সকল ঘোষণা করা হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের কপাল তো খুলছেই, পাশাপাশি কপাল খুলছে ঝাড়খন্ড, ওড়িশা, বিহার, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের।

Advertisements