১০০ করে দিয়ে ১৩০ কোটি ভারতীয়দের করোনা যুদ্ধে শামিলের আবেদন আশা ভোঁসলের

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে লকডাউন ১৪ই এপ্রিল পর্যন্ত। টানা ২১ দিন ধরে চলবে এই লকডাউন।এই লকডাউন দেশের স্বার্থে। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে। পরিস্থিতি যখন মোটামুটি সরকারের করায়ত্ত তখন দিল্লি নিজাম‌উদ্দিনের জমায়েত সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দিলো। কারণ এখানে উপস্থিত সকলকে শনাক্ত করা যায়নি। এই অবস্থায় ১৪ই এপ্রিলের পর লকডাউন উঠিয়ে দিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements

Advertisements

গত ২৪ ঘণ্টায় আমাদের ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রামিতদের সংখ্যা ৭০৪ জন। সংখ্যাটা যথেষ্ট উদ্বেগের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে ৬ই এপ্রিল, সোমবার সন্ধ্যা ৬ টা অবধি পুরো দেশে করোনা সংক্রামিতদের সংখ্যা হয়ে দাঁড়ায় ৪২৮১। ১১১ জনের মৃত্যু হয়েছে করোনাতে। ৩১৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আর এই প্রসঙ্গে জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে ১৩০ কোটি ভারতীয়দের করোনা যুদ্ধে শামিলের আবেদন জানিয়েছেন। যেন সকলেই প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে লড়াই করেন একযোগে।

Advertisements

তিনি বলেন, “আমরা কি ১০০ টাকার শক্তি জানি? আমরা ১৩০ কোটি ভারতীয়রা যদি প্রত্যেকেই মোদীজির ত্রাণ তহবিলে ১০০ টাকা করে দিয়ে থাকি তাহলে অঙ্কটা হয় ১৩ হাজার কোটি টাকা। এই অর্থ করোনা ভাইরাসের মোকাবিলায় কাজে আসবে। এর ফলে বহু মানুষের জীবন বেঁচে যাবেন। তাই সকলেই এগিয়ে আসুন।”

প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অভিনেতা অক্ষয় কুমার ২৫ কোটি টাকা, বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাস ৩ কোটি টাকা, শাহরুখ খান থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটাররা, অন্যান্য ক্রীড়া তারকারা, রতন টাটা, মুকেশ আম্বানির মত শিল্পপতিরা কোটি কোটি টাকা অনুদান দিয়েছেন দেশের সেবার জন্য।

Advertisements