নিজস্ব প্রতিবেদন : ট্রেনের উপর নির্ভর করে দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। ট্রেনের উপর বিপুল সংখ্যক মানুষের ভরসার কথা মাথায় রেখে ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। এই ভারতীয় রেলের যাতে আরও বিকাশ হয় তার জন্য রেলবোর্ড ও রেল মন্ত্রক প্রতিনিয়ত কোন না কোন নীলনকশা প্রস্তাব করছে।
ভারতে দ্রুতগতির ট্রেন চালানোর জন্য যে স্বপ্ন দেখা হচ্ছিল তা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। দ্রুত গতি সম্পন্ন ট্রেন হিসেবে প্রথম ভারতের মাটিতে চলতে শুরু করে দেশীয় প্রযুক্তির বন্দে ভারত এক্সপ্রেস। এবার পালা বুলেট ট্রেনে। ভবিষ্যতে দেশের প্রথম বুলেট ট্রেন চালু হতে পারে মুম্বাই আমেদাবাদ রুটে। এর পাশাপাশি আর কোথায় কোথায় বুলেট ট্রেন চালু হবে তার নীলনকশা সম্পর্কে জানা গেল।
এখনো পর্যন্ত দেশের মাটিতে বুলেট ট্রেন চাকা গড়ানো শুরু না করলেও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন, বারাণসী থেকেও ছুটবে বুলেট ট্রেন। এছাড়াও দ্বিতীয় করিডরের প্রস্তাবিত রুটে যে সকল জায়গাগুলি থাকছে সেগুলি হল গ্রেটার নয়ডা, আগ্রা, লখনউ, প্রয়াগরাজ এবং বারাণসী। এমনকি বেশকিছু জায়গায় সমীক্ষার কাজ শুরু হয়েছে।
তবে ভারতের মাটিতে প্রথম কবে বুলেট ট্রেন ছুটবে সেই সম্পর্কে রেলমন্ত্রকের তরফ থেকে নিশ্চিত ভাবে কিছু বলা না হলেও আশা করা হচ্ছে ২০২৮ সালের মধ্যেই ভারতের মাটিতে ছুটতে শুরু করবে বিশ্বের অন্যতম দ্রুতগামী ট্রেন বুলেট ট্রেন। বুলেট ট্রেনের কাজ প্রসঙ্গে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, “এর মাধ্যমে নতুন নতুন জিনিস শিখতে পারছি আমরা। দেশে আরও বুলেট ট্রেন করিডোর তৈরি করা হবে। বারাণসীতে বুলেট ট্রেন চালু করতে সমীক্ষার কাজ চলছে।”
কারণ কেন্দ্র দ্রুতগতিতে বুলেট ট্রেন স্থাপনের কাজ শুরু করেছে এবং রেলমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিন দেশজুড়ে ১২ কিলোমিটার ট্র্যাক পাতার কাজ চালানো হচ্ছে। যত তাড়াতাড়ি এই কাজ শেষ হবে তত তাড়াতাড়ি নতুন ট্রেন চালানোর কাজ শুরু করতে পারবে রেল মন্ত্রক।