Assam Chief Minister promised cashless medical treatment to the people of the state before the polls: ২০২৪ এর লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। প্রতিবারের ন্যায় এবারও ভোটের দিন যতই এগোচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিশ্রুতির বহর ততই বাড়ছে। সম্প্রতি এমনই এক নজরকারা প্রতিশ্রুতি করেছেন আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সম্প্রতি তিনি একটি জনসভায় বলেন, এখন থেকে আসাম রাজ্যের অধিবাসীরা রেশন কার্ডে স্বাস্থ্য সাথী কার্ড এর মতো সুবিধা পাবেন। অর্থাৎ রেশন কার্ডের সাহায্যেই নগদহীন চিকিৎসা ব্যবস্থার (Cashless Medical Treatment) সুবিধা পাবেন।
আসাম রাজ্যে নগদহীন চিকিৎসা ব্যবস্থার (Cashless Medical Treatment) সুযোগ সুবিধা পাবার জন্য আয়ুষ্মান কার্ডের প্রচলন করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয় রেশন কার্ড ধারীরা যদি তাদের রেশন কার্ড জমা করেন তাহলে তার পরিবর্তে তাদের দেওয়া হবে আয়ুষ্মান কার্ড যার সাহায্যে তারা ৫ লাখ টাকা অব্দি যেকোনো রকম চিকিৎসা ব্যবস্থার সুযোগ সুবিধা নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু সম্প্রতি এক সমাবেশে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানান, এখন আর আয়ুষ্মান কার্ডের কোন প্রয়োজন নেই রেশন কার্ড থাকলেই পাওয়া যাবে নগদহীন চিকিৎসা ব্যবস্থার (Cashless Medical Treatment) সুযোগ সুবিধা।
বিভিন্ন চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যাপক আর্থিক খরচ খরচা নিয়ে চিন্তিত জনসাধারণকে চিন্তামুক্তি করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। রেশন কার্ড থাকলেই অরুণোদয় প্রকল্পের সুযোগ-সুবিধা পাবেন আসামের নাগরিক। এছাড়া, আরও বেশ কিছু প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা সরকার গঠনের দু’বছর পূর্তি উপলক্ষে গত বছরই “আয়ুষ্মান আসাম মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা” নামক স্বাস্থ্য বীমা চালু করেন আসামের নাগরিকদের জন্য। ইতিমধ্যেই প্রকল্পের সাহায্যে উপকৃত হয়েছেন প্রায় ২৬ লক্ষ মানুষ। পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের সাথে আসামের এই আয়ুষ্মান আসাম প্রকল্পটি হুবহু মিলে যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে দুঃস্থ পরিবারগুলিকে প্রতিবছর চিকিৎসার জন্য পরিবার পিছু ৫ লক্ষ টাকা অব্দি ধার্য করেছেন। আয়ুষ্মান আসামের ক্ষেত্রেও নিয়ম একই রকম। এখানেও প্রতিবছর পরিবার পিছু চিকিৎসা ব্যবস্থার জন্য পাঁচ লক্ষ টাকা অব্দি সাহায্য করবে সরকার। শুধু রাজ্য নয় রাজ্যের বাইরের হাসপাতাল গুলিতেও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবে রাজ্যবাসী।
আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা বলেন, আয়ুষ্মান (Cashless Medical Treatment) আসামের দ্বারা উপকৃত হয়েছে বহু সাধারণ নাগরিক। এছাড়াও, এক লক্ষ টাকার চাকরি দেবার প্রতিশ্রুতি করেছিল আসাম সরকার।তাও পূর্ণ করেছে তারা লোকসভা ভোটের পর আরো বেশ কিছু চাকরির ব্যবস্থা করা হবে। সরকারের পক্ষ থেকে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী।