World Cup winner prediction: তিন তিনবার নির্ভুল ভবিষ্যদ্বাণী! জানুন এবার ক্রিকেট বিশ্বকাপ পাবে কোন দল!

Prosun Kanti Das

Published on:

Astrologer Predictions for ICC World Cup 2023: ২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ, ৫ অক্টোবর। ভারত ও নিউজিল্যান্ড এর মধ্যকার এই ম্যাচের মাধ্যমে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। বিশ্বকাপ জয়ের জন্য ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি ভাগ্যেরও ভূমিকা রয়েছে বলে অনেকে মনে করেন। আর জ্যোতিষীরা ভাগ্য নির্ণয়ের জন্য জ্যোতিষশাস্ত্রের সাহায্য নেন (World Cup winner prediction)।

এই বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন বিখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লোবো। তার বৈজ্ঞানিক পরিসংখ্যানও তুলে ধরেছেন, তিনি একজন ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন জ্যোতিষী। প্রসঙ্গত, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের ফলাফলও নির্ভুলভাবে মিলিয়ে দিয়েছিলেন লোবো। তিনি ২০১১, ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপের ফলাফলও সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করেছিলেন (World Cup winner prediction)।

লোবোর মতে (World Cup winner prediction), ২০২৩ সালের বিশ্বকাপে জয়ের জন্য প্রয়োজনীয় জ্যোতিষশাস্ত্রীয় উপাদান ভারতের অধিকারী। ভারতের অধিনায়ক রোহিত শর্মার জন্মতারিখ অনুযায়ী, তার রাশিফল অত্যন্ত শক্তিশালী। তিনি একজন যোগ্য অধিনায়ক এবং তার নেতৃত্বে ভারতের দল বেশ শক্তিশালী। সাম্প্রতিক দুই বছরে যেসব টুর্নামেন্টগুলি আয়োজন করা হয়েছে তাদের জন্মসাল ১৯৮৭ এবং তারাই জয়ী হবে। লোবোর এই হিসাব অনুযায়ী ২০২২ ও ২০২৩ সালের একাধিক টুর্নামেন্টের উল্লেখ আছে।

লোবোর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ভারতের ভাগ্য ২০২৩ সালে অত্যন্ত ভালো থাকবে (World Cup winner prediction)। এই বছর ভারতের অনেক খেলোয়াড়ের জন্মদিন পড়ছে, যা তাদের জন্য শুভ। এছাড়াও, ভারতের দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে, যারা জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত প্রতিভাবান। এছাড়া লোবোর সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ১৯৮৬ সালে যেসব খেলোয়াড়রা জন্মগ্রহণ করেছে ইতিমধ্যেই তারা সাফল্য পেয়েছেন। তবে এদের টপকে যাবেন ১৯৮৭ সালে জন্মানো খেলোয়াড়রা। ধরুন, ১৯৮৬ সালে জন্মানো রাফায়েল নাদালকে টপকে গিয়েছেন ১৯৮৭ সালে জন্মগ্রহণ করা নোভাক জকোভিচ। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের ক্ষেত্রে নাদালের রেকর্ড ভেঙে নতুন নজির গড়েছেন জকোভিচ।

লোবো আরও বলেছেন, ভারতের প্রতিপক্ষদের মধ্যেও অনেক দলের জ্যোতিষশাস্ত্রীয় উপাদান ভালো। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপেও জিতেছিল আর্জেন্টিনা নেতৃত্বে ছিলেন লিওনেল মেসি। মেসির জন্মসাল ১৯৮৭। ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিসের জন্ম হয় ১৯৮৬ সালে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী লিওনেল মেসি তাকে টপকে গিয়েছিলেন। সেই একই যুক্তির কারণে ১৯৮৬ সালে অইন মর্গ্যানের জন্ম হয়েছিল তাকে টপকে যাবেন ১৯৮৭ সালে জন্মগ্রহণ করা রোহিত শর্মা। আবার ২০২৩ সালে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন ১৯৮৭ সালে জন্মগ্রহণ করা দুই অধিনায়ক। যেমন শাকিব আল হাসান এবং রোহিত শর্মা। লোবোর মতে, বাংলাদেশের দল সেরকম ভালো নয়। তাই ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ উঠবে ভারতের হাতেই। এছাড়া এবছর ভারতের ভাগ্য সবচেয়ে ভালো সেই কারণে তারাই বিশ্বকাপ জিতবে বলে তিনি মনে করেন।