শর্মিষ্ঠা চ্যাটার্জী : সম্প্রতি টুইটারে এক বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানীর পোস্ট করা উত্তরপ্রদেশের একটি ল্যাবের ছবি ভীষণভাবে নজর কেড়েছে দর্শকদের। উত্তরপ্রদেশের বুলন্দশহরের ওই অ্যাস্ট্রোনমি ল্যাবটি যা তা নয় একেবারে আমেরিকার বিভিন্ন স্কুলের সায়েন্স ল্যাবের আদলে তৈরি। উত্তরপ্রদেশের বুকে এমন অত্যাধুনিক ল্যাব বেশ দৃষ্টি আকর্ষন করছে মানুষের।
আরিয়ান মিশ্রা নামের এক ব্যক্তি যিনি অশোকা বিশ্ববিদ্যালয় থেকে জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, তিনিই সোশ্যাল মিডিয়ায় এই পোষ্ট করেছেন। উত্তরপ্রদেশের এই ল্যাব ছাত্রদের ছাত্রীদের যে বেশি করে স্কুলমুখো করেছে তাও তিনি উল্লেখ করেছেন পোষ্টটিতে। আরিয়ান তার পোস্টে ওই ল্যাব খোলার পর পড়ুয়াদের উপস্থিতি ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ার কথা তুলে ধরেছেন।
ল্যাবের সূচনার পর থেকেই ১২ টি নতুন রেকর্ড তৈরি হয়েছে। ল্যাবটি উত্তরপ্রদেশের একটি ভেতরের গ্রাম সাওলি তে একটি সরকারি স্কুলে স্থাপন করা হয়েছে। গ্রামের স্কুলে তৈরি এই ল্যাব উত্তরপ্রদেশের শিক্ষার গুণগতমানকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলের ছেলেদের সাথে সাথে সমানভাবে যাতে করে মেয়েরাও জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে এগিয়ে আসতে পারে এই সব চিন্তাই করা হচ্ছে স্কুলের তরফ থেকে। আরিয়ান যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে ওই গ্রামের কয়েকটি বাচ্চা মেয়ে হাতে স্পেস মডেল নিয়ে খেলা করছে। রাজ্যের শিশুদের বিজ্ঞান মনস্কতা জাগিয়ে তুলতে এই ল্যাব যে বিশেষ ভূমিকা নেবে তাই তার প্রমাণ।
There is a increase of 30% in attendance in the school after an Astronomy lab came to the school 🙂 pic.twitter.com/SZwyl41cyz
— Aryan Mishra / आर्यन मिश्रा (@desiastronomer) December 30, 2021
পরিসংখ্যান অনুযায়ী, উত্তরপ্রদেশে বর্তমানে স্বাক্ষরতার হার ৬৯.৭২ শতাংশ। উত্তরপ্রদেশে পুরুষদের স্বাক্ষরতার হার ৭৯.২৪ শতাংশ। মহিলাদের ৫৯.২৪ শতাংশ। বর্তমান করোনা পরিস্থিতিতে যখন আর্থিক কারণে বহু শিশু স্কুলছুট হচ্ছে ঠিক সেইসময় উত্তরপ্রদেশে এই অ্যাস্ট্রোনমি ল্যাবটি ফের শিশুদের স্কুলমুখি করে তুলতে সক্ষম হবে বলেই আশা করা যায়।