লাদাখ সংঘাতে কত সংখ্যক সেনা শহীদ, সামনে আসছে নতুন নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ কয়েক বছর ধরেই ভারত ও চীনের মধ্যে মন-কষাকষি লক্ষ্য করা গেছে। তবে দুই পক্ষের আলোচনায় তা প্রশমিত হয়। এরপর আবার হঠাৎ করে কয়েকদিন ধরেই উত্তেজনা বাড়ে দুই দেশের সীমান্ত রেখায়। সোমবার রাতে এই উত্তেজনা চরমে পৌঁছায়। লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনার মধ্যে হাতাহাতি হয়। যে ঘটনায় ভারতীয় বেশ কয়েকজন সেনা শহীদ হওয়া ও আহত হওয়ার খবর শোনা যায়। পরে চীনও দাবি করে তাদের সেনারাও প্রাণ হারিয়েছেন ও আহত।

কিন্তু সংখ্যাটা কত? সকাল থেকে বিভিন্ন সর্ব ভারতীয় সংবাদমাধ্যম মারফত জানা যায় দুই দেশের সেনা বাহিনীর সংঘর্ষে শহীদ হয়েছেন ভারতের এক অফিসার সহ আরও দুই জন সেনা। চীনের তরফ থেকে পাঁচ জনের প্রাণ হারানোর কথা বলা হয়, পাশাপাশি বলা হয় আরও আহত কয়েকজন সেনা। কিন্তু এখানেই কি শেষ! না, সময় যত বের হতে শুরু করে ততই নতুন নতুন তথ্য আসছে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে।

সর্ব ভারতীয় সংবাদমাধ্যম এএনআই মঙ্গলবার রাতে দাবি করে এই সীমান্ত সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর অন্ততপক্ষে ২০ জন সেনা শহীদ হয়েছেন। সরকারি সূত্র মারফত জানা যায়, এই সংখ্যাটা নাকি আরও বাড়তে পারে। দু’পক্ষের সেনা সংঘাতে কমকরে ৬০ জন সেনা অফিসার ও জওয়ান হতাহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এমনই খবর পাওয়া যাচ্ছে যে, ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতে চিনের পিপলস লিবারেশন আর্মির সেনা জওয়ানদের হতাহতের সংখ্যা তুলনামূলক বেশি। তাদের ৪৩ জন সেনা এই ঘটনায় হতাহত।

সোমবার রাতে দুই পক্ষের সংঘর্ষের পর সকালে ভারতীয় সেনা বাহিনীর তিনজনের শহীদ হওয়ার কথা স্বীকার করা হয় নয়াদিল্লির সাউথ ব্লকের তরফ থেকে। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২০ থেকে ৩০ জন সেনার ছাউনিতে ফেরার খবর পাওয়া যাচ্ছিল না। এরপর রাত্রিবেলায় সংবাদ সংস্থা এএনআই জানাই, ভারতীয় সেনাবাহিনীর অন্ততপক্ষে ২০ জন সেনা এই ঘটনায় শহীদ হয়েছেন।