নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে কাজের যেভাবে চাহিদা বেড়েছে তাতে দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন টাকার পিছনে ছুটছেন। টাকা উপার্জন করার পাশাপাশি ভবিষ্যতের জন্য সঞ্চয় নিয়েও তাদের ভাবাচ্ছে। কারণ দেশের বড় সংখ্যার মানুষ চাকরি করেন না।
যারা সরকারি চাকরি অথবা বেসরকারী চাকরীতে নিযুক্ত থাকা অনেকেই অবসর গ্রহণের পর পেনশন পেয়ে থাকেন। কিন্তু সাধারণ মানুষ, ব্যবসায়ী যারা চাকরি করেন না তারা ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি চিন্তায়। তারা কিভাবে পেনশন পাবেন এই চিন্তায় তাদের গ্রাস করে থাকে। তবে সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে এমন একটি প্রকল্প আনা হয়েছে যাতে চাকরি না করলেও মিলতে পারে পেনশন।
কেন্দ্র সরকারের এই পেনশন প্রকল্পটির নাম হল অটল পেনশন যোজনা। ইতিমধ্যেই এই প্রকল্পের গ্রাহক সংখ্যা ২৮ লাখ ছাড়িয়েছে। এই প্রকল্পে কেউ যদি বিনিয়োগ করে থাকেন তাহলে বিনিয়োগের উপর ভিত্তি করে প্রতিমাসে ৫০০০ টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।
২০১৫ সালের কেন্দ্র সরকার এই প্রকল্প চালু করেছিল। মূলত বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীদের কথা মাথায় রেখে এই প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পে দেশের যেকোনো নাগরিক নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। বিনিয়োগকারীর বয়স কত তার উপর ভিত্তি করে বিনিয়োগের অংক নির্ধারণ করা হয়ে থাকে।
এই প্রকল্পে বিনিয়োগকারী ৬০ বছর পর পেনশন পেতে শুরু করেন। এছাড়াও এই প্রকল্পে বিনিয়োগ করা থাকলে আয়কর ছাড় পাওয়া যায়। আয়কর আইন অনুযায়ী দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন বিনিয়োগকারী। ১৮-৪০ বছর বয়সী যেকোনো নাগরিক এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করতে পারেন।
বিনিয়োগ করার ক্ষেত্রে আবেদনকারীর আবশ্যিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং মোবাইল নম্বর থাকতে হবে। মাসে ৫০০০ টাকা করে পেনশন পেতে হলে বিনিয়োগকারীকে ১৮ বছর বয়স থেকে মাসে ২১০ টাকা করে জমা করতে হবে। বিনিয়োগ করার বয়স বাড়লে জমা করা টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। একইভাবে বেশি অংকের পেনশন পেতে হলে বেশি অংকের টাকা বিনিয়োগ করতে হবে।