নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি মানুষ তাদের দৈনন্দিন জীবনযাপনের পাশাপাশি ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চেষ্টা চালান। সঞ্চয় করার ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলির বিভিন্ন প্রকল্প রয়েছে। এছাড়াও রয়েছে কেন্দ্র সরকারের অটল পেনশন যোজনা।
কেন্দ্রের এই অটল পেনশন যোজনা অত্যন্ত জনপ্রিয় ভারতে। তবে এই প্রকল্পে এবার বদল আনতে চলেছে কেন্দ্র। আগামী ১ অক্টোবর থেকে এই প্রকল্পে বদল আনা হচ্ছে। নিয়মে বদল আনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কেন্দ্রের নিয়ম অনুসারে ১৮ থেকে ৪০ বছর বয়সি ভারতীয় নাগরিক যাদের ব্যাংক অথবা পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে তারা এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। তবে এবার এই পেনশন স্কিমের ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছে তাতে বলা হয়েছে, আয়করদাতারা আর এই প্রকল্পের আওতায় আসবেন না। অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না।
তবে এই নিয়মে পরিবর্তন আসার আগে পর্যন্ত যারা এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন তারা আগের মতোই সব সুবিধা পাবেন। অর্থাৎ যে সকল নাগরিকরা ইনকাম ট্যাক্স দেন এবং তারা ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন তারা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন না।
কেন্দ্রের এই অটল পেনশন যোজনা Pension Fund Regulatory and Development Authority দ্বারা অনুমোদিত। যেকোনো ব্যাংক অথবা পোস্ট অফিস থেকে এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করা যায়। এই প্রকল্পের আওতায় নাম লেখানো হলে প্রতি মাসে টাকা কেটে নেওয়া হয় এবং প্রকল্পের আওতায় মাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়।