নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক পরেই বাঙালি অ্যাথলিট জ্যোতির্ময়ী সিকদারের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়। জল্পনা শুরু হয় সেদিন থেকেই যেদিন তিনি দিলীপ ঘোষকে তার বাড়িতে চা খাওয়ার আমন্ত্রণ জানান আর আমন্ত্রণ পেয়ে দীলিপ বাবু জ্যোতির্ময়ী সিকদারের বাড়িতে গিয়ে চা খেয়ে আসেন ও পদ্ম ফুল উপহার দেন। তবে এই জল্পনা দীর্ঘায়িত হয়নি, বাস্তব হতে দেখা গেল কয়েক দিনের মধ্যেই। মঙ্গলবার অমিত শাহের ভার্চুয়াল জনসভার পরেই বিজেপিতে যোগ দিলেন জাকার্তা এশিয়াডে সোনাজয়ী বাঙালি অ্যাথলিট জ্যোতির্ময়ী সিকদার। তবে এই অ্যাথলিটের রাজনীতিতে পা এই প্রথম নয়, তিনি রাজনীতিতে পা দিয়েছেন বামফ্রন্টের আমলেই। এখন শুধু দলবদল।
জ্যোতির্ময়ী সিকদার প্রথম থেকেই বাম নেতা সুভাষ চক্রবর্তীর স্নেহভাজন ছিলেন। ২০০৪ সালে তিনি প্রথম কৃষ্ণনগর থেকে নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন। সে সময় রাজ্যে বামফ্রন্টের সাংগঠনিক ক্ষমতা ছিল বিপুল। তবে প্রার্থী বাছাই নিয়ে কিছুটা দলীয় কোন্দল থাকায় সিপিআইএমের তৎকালীন রাজ্য সম্পাদক প্রয়াত অনিল বসু সুভাষ চক্রবর্তীকে নির্দেশ দেন কৃষ্ণনগরের ওই আসনে একজন খেলোয়ারকে প্রার্থী করার জন্য। সেইমতো অ্যাথলিট জ্যোতির্ময়ী সিকদারকে প্রার্থী করা হয়, তিনি ভোটে জয়লাভ করেন।
এরপর ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি বামফ্রন্টের হয়েই প্রতিদ্বন্দিতা করেন সোনারপুর উত্তর থেকে। তবে এই নির্বাচনে তাকে হারতে হয় তৃণমূলের প্রতিদ্বন্দ্বীর সামনে। ১০১৯৩৯ ভোট পেয়ে জয়ী হন ফেরদৌসী বেগম। জ্যোতির্ময়ী সিকদারের প্রাপ্ত ভোট ছিল ৭৭০৫৯।
তবে এর পরেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি বামফ্রন্ট ছেড়ে যোগ দেন তৃণমূলে। বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে মমতা ব্যানার্জির সভায় তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। তবে এর বছর পেরোতে না পেরোতেই ফের দলবদল। মঙ্গলবার যোগ দিলেন বিজেপিতে।
মঙ্গলবার বিজেপি রাজ্য দপ্তরে জ্যোতির্ময়ী সিকদারের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এদিন তার বিজেপিতে যোগ দেওয়ার সময় বিজেপি রাজ্য দপ্তরে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য হেভিওয়েট নেতারাও। ছিলেন মুকুল রায়, রাহুল সিনহা ও অন্যান্যরা।