১৬ই মার্চ থেকে বাতিল হতে পারে বেশকিছু ATM কার্ডের বিশেষ পরিষেবা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ডিজিটাল ইন্ডিয়ার যুগে এটিএম কার্ড সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই এটিএম কার্ড ডেবিট কার্ড হোক অথবা ক্রেডিট কার্ড। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া নির্দেশিকা অনুসারে বিশেষ কিছু কার্ডের বেশকিছু বিশেষ পরিষেবা বন্ধ হতে পারে ১৬ই মার্চের পর থেকে।

Advertisements

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এহেন পদক্ষেপ দিনের পর দিন বেড়ে চলা ব্যাঙ্ক জালিয়াতি রুখতে বলে জানা গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পদক্ষেপ অনুসারে যেসকল এটিএম কার্ড কোন দিন অনলাইন কেনাকাটায় ব্যবহার করা হয়নি সেই সকল এটিএম কার্ডের অনলাইন লেনদেন বন্ধ করে দেওয়া হতে পারে। এছাড়াও ১৬ ই মার্চের পর থেকে নতুন করে ইস্যু করা এটিএম কার্ডের ক্ষেত্রেও বেশ কতকগুলি নিয়ম বদলের কথা বলা হয়েছে।

Advertisements

চলতি বছর ১৫ই জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়, যাতে বলা হয়, নতুন যে সকল এটিএম কার্ড ইস্যু অথবা পুনর্নবীকরণ করা হবে সেগুলি কেবলমাত্র ঘরোয়া অর্থাৎ দেশের মধ্যে কেনাকাটার বন্দোবস্ত রাখতে হবে। আন্তর্জাতিক লেনদেন, অনলাইন লেনদেন ইত্যাদির ক্ষেত্রে পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের আলাদা করে আবেদন করতে হবে। আর আগামী ১৬ তারিখ থেকে এই সকল নিয়ম চালু হয়ে যাচ্ছে।

অর্থাৎ ১৬ তারিখের আগে পর্যন্ত যে সকল গ্রাহকরা তাদের এটিএম কার্ডে আন্তর্জাতিক, অনলাইন লেনদেন করেননি তারা আর পরবর্তী ক্ষেত্রে এই বিশেষ সুবিধাগুলি উঠাতে পারবেন না।

Advertisements