উপাচার্যের বাড়ির পাশ থেকে চন্দন গাছ চুরির চেষ্টা বিশ্বভারতীতে

অমরনাথ দত্ত : ২০ই সেপ্টেম্বরের পর আবারও চন্দন গাছ চুরির চেষ্টা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, তাও আবার উপাচার্যের বাড়ির পাশ থেকেই।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তাঁর বাড়ির পাশেই একটি জায়গা থেকে আবারও চোরের দল কেটে নিলো একটি চন্দন গাছ। যদিও বিশ্বভারতী নিরাপত্তা কর্মীরা দুষ্কৃতীদের ধাওয়া করতে চন্দন গাছ ফেলে দিয়ে উধাও হয় চোরের দল। নোবেল চুরির পর বিশ্বভারতীতে চুরি হয়েছে একাধিক চন্দন গাছ। ২০ই সেপ্টেম্বর বিশ্বভারতীর সবচেয়ে হাই সিকিউরিটি জোন রবীন্দ্র ভবন থেকে চুরি গিয়েছিল দুটি চন্দন গাছ, বিশ্বভারতীর রবীন্দ্র ভবন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্য ভবন, যেখানে কবিগুরুর নোবেল পদক প্রাপ্তির ব্যবহৃত জিনিস রয়েছে। সেখান থেকেই চন্দন গাছ কেটে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা।

বিশ্বভারতীর নিরাপত্তা খাতে কোটি কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় সরকার। সেখানে কি ভাবে এই কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েও চন্দন গাছ চুরি হয়েছিল তা নিয়ে উঠেছিল প্রশ্ন।

বিশ্বভারতী কর্তৃপক্ষ পুরো ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সেই রিপোর্ট হাতে আসার পরে তারা ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে এর আগে একাধিকবার বিশ্বভারতীতে থেকে চুরি গেছে চন্দন গাছ কিভাবে নিরাপত্তা বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে চন্দন গাছ তা নিয়ে প্রশ্ন তুলছে সকল স্তরের মানুষ। যদিও চন্দন গাছ চুরি তদন্তে নেমেছে বিশ্বভারতী নিরাপত্তা আধিকারিক।