Tata Curvv: গাড়ি কেনার প্ল্যান থাকলে বুক করুন টাটা কার্ভ, পাবেন আকর্ষণীয় ছাড়

Prosun Kanti Das

Published on:

Advertisements

Tata Curvv: টাটা মোটরস হল ভারতীয়দের কাছে অন্যতম ভরসার জায়গা। চলতি মাসের ২ তারিখেই ভারতীয় মার্কেটে লঞ্চ করা হয়েছে টাটা কার্ভ। গোটা দেশে এর মধ্যে শুরু হয়ে গেছে এই গাড়িটির ডেলিভারি। গ্রাহকদের মধ্যে জনপ্রিয় এই গাড়িটির মূল্য হলো ৯.৯৯ লক্ষ টাকা। যদি কেউ এই গাড়ির টপ ভ্যারিয়েন্টটি কিনতে চান তাহলে খরচ পড়বে ১৭.৬৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যারা এই কোম্পানির গাড়ি কিনবেন তারা ৩১ অক্টোবর, ২০২৪-এর মধ্যে এই ইন্ট্রোডাক্টরি মূল্যে বুক করতে পারেন। পরবর্তীতে হয়তো দাম বৃদ্ধি পেতে পারে।

Advertisements

প্রসঙ্গত উল্লেখ্য যে, ক্যুপ এসইউভি এদেশে সম্পূর্ণ একটি নতুন সেগমেন্ট। এই সেগমেন্টে বর্তমানে মার্কেটে রাজত্ব করছে Hyundai Creta। তবে এই জনপ্রিয়তায় ভাগ বসানোর জন্যই মার্কেটে এসেছে টাটা কার্ভ আইসিই। ইতিমধ্যেই ভারতীয় মার্কেটে এর ইলেকট্রিক ভার্সন লঞ্চ করা হয়ে গেছে। আইসিই মডেলটি নির্মাণ করা হয়েছে ATLAS আর্কিটেকচারের উপর নির্ভর করে। এতে ক্যুপ স্পোর্ট্স কার বডি স্টাইল ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ভারতীয় মার্কেটে টাটা কার্ভের (Tata Curvv) স্মার্ট, পিওর, ক্রিয়েটিভ এবং অ্যাকমপ্লিস এই চারটি ট্রিম পাওয়া যাচ্ছে। আবার এগুলির সাব-ভ্যারিয়েন্টও রয়েছে।

Advertisements

Tata Curvv গাড়িপ্রেমীদের মধ্যে এক আলোড়ন সৃষ্টি করেছে। বার্গেন্ডি ও ব্ল্যাক এই ডুয়েল ইন্টেরিয়র থিম সহ মার্কেটে হাজির হয়েছে এই মডেলটি। টাটা মোটরস এই মডেলটিতে (Tata Curvv) যুক্ত করেছে অত্যাধুনিক ফিচারস, এতে রয়েছে ফোর স্পোক স্টিয়ারিং হুইল, ১২.৩ ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম, যা ওয়্যারলেস অটো ও অ্যাপেল কারপ্লে সমর্থন করবে। পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ১০.২৫ ইঞ্চি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, নাইন-স্পিকার জেবিএল সাউন্ড সিস্টেম এবং একটি ওয়্যারলেস ফোন চার্জার।

Advertisements

Tata Curvv Accomplished+ A ট্রিমে গ্রাহকেরা বাড়তি ফিচারস হিসেবে পেয়ে যাবেন চালকের জন্য ৬-ওয়ে ইলেকট্রিক্যাল অ্যাডজাস্টমেন্ট এবং টু-স্টেপ রিক্লাইন ফাংশন সহ একটি রিয়ার বেঞ্চ। সুরক্ষার কথা চিন্তা করলে এতে থাকবে একটি ৩৬০ ডিগ্রী ক্যামেরা, ৬টি এয়ারব্যগ, দ্বিতীয় পর্যায়ের অ্যাডাস, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, অল-ডিস্ক ব্রেক, টিপিএমএস এবং অটো হোল্ড সহ ইলেকট্রিনিক পার্কিং ব্রেক।

আরো পড়ুন: বৈদ্যুতিক গাড়ির জগতে প্রথম আবির্ভাবেই বাজিমাত করলো টাটার এই গাড়ি

Tata Curvv মডেলটিতে রয়েছে একটি শক্তিশালী ইঞ্জিন। গাড়িতে থাকবে Hyperion নামের একটি ১.২ লিটার GDi টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন যা সর্বোচ্চ ১২৪ বিএইচপি শক্তি এবং ২২৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এছাড়াও আছে একটি ৬-স্পিড ম্যানুয়াল এবং ৭-স্পিড ডিসিএ অটোমেটিক ট্রান্সমিশন। টাটা কার্ভ-এর (Tata Curvv) লোয়ার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ১.২ লিটার ইঞ্জিন। এটি ১১৯ বিএইচপি শক্তি এবং ১৭০ এনএম টর্ক উৎপন্ন করতে সাহায্য করে। গ্রাহকেরা এই মডেলেও পাবেন ৬-স্পিড ম্যানুয়াল এবং ৭-স্পিড ডিসিএ অটোমেটিক ট্রান্সমিশন।

টাটা কার্ভ (Tata Curvv) এ আপনারা পেয়ে যাবেন ১.৫ লিটার Kyrotec ডিজেল ইঞ্জিনও। এই ইঞ্জিন থেকে পাওয়া যাবে ১১৭ বিএইচপি শক্তি এবং ২৬০ এনএম টর্ক। এতেও উপলব্ধ ৬-স্পিড ম্যানুয়াল এবং ৭-স্পিড ডুয়েল ক্লাচ অটোমেটিক ট্রান্সমিশন। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই সেগমেন্টের এটি প্রথম গাড়ি যাতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্লাচ অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত ডিজেল ইঞ্জিন এবং সঙ্গে পাবেন প্যাডেল শিফ্টার।

Advertisements