ICC Champions Trophy: স্কোয়াডে হলো বড় পরিবর্তন, অবশেষে অস্ট্রেলিয়া ঘোষণা করল চ্যাম্পিয়ন্স ট্রফির চুড়ান্ত দল

Prosun Kanti Das

Updated on:

Advertisements

ICC Champions Trophy: হাতে নেই আর বেশিদিন সময়, প্রস্তুতি চলছে জোরকদমে। ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা ক্রমেই বেড়ে চলেছে। দিন যতই এগিয়ে আসছে ততই চড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনার পারদ। আগামী মাস থেকেই ক্রিকেটপ্রেমীদের খুঁজে পাওয়া যাবে হয় টিভি কিংবা ফোনের সামনে। আইসিসির মেগা ইভেন্ট আবারও হতে চলেছে ৮ বছর পর। গোটা বিশ্ব অপেক্ষায় আছে এই ইভেন্টের। ১৯শে ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে এবং ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে। আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে সবটাই উল্লেখ করা আছে।l

Advertisements

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স পাকিস্তান। ২০১৭ সালে অনুষ্ঠিত শেষ আসরে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল তারা। ২০২৩ বিশ্বকাপের পয়েন্ট তালিকার প্রথম ৮টি দল এবারের প্রতিযোগিতায় নামতে চলেছে। এরমধ্যেই প্রতিযোগিতায় (ICC Champions Trophy) অংশগ্রহণকারী প্রায় সমস্ত দেশগুলি তাদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। তালিকায় পিছিয়ে নেই অস্ট্রেলিয়াও। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। তবে এই বছর অস্ট্রেলিয়ার দলে তেমন কোন আলাদা করে চমক নেই।

Advertisements

অস্ট্রেলিয়ার ঘোষিত দলে নেই কোনরকমের নতুনত্ব কিছু। দলের অধিনায়কত্ব করবেন প্যাট কামিন্স।যদিও ২০২৩ সালে প্যাট কামিন্সের নেতৃত্বেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এই বছরও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সামনে নিজের অধিনায়কত্বের কেরিয়ারে তৃতীয় আইসিসি ট্রফি জয়ের (ICC Champions Trophy) সুবর্ণ সুযোগ রয়েছে।

Advertisements

আরও পড়ুন:Indian T20I SquadIndian T20I Squad: ফিরছেন মোহাম্মদ শামি, তবে কেন জায়গা পেলেন না ঋষভ পন্থ

পাশাপাশি চোটের জন্য দলে সুযোগ পায়নি একদিকে যেমন ক্যামেরন গ্রিন ও শন অ্যাবটদের মত তারকারা। আবার অন্যদিকে চোট সারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেয়েছেন জশ হ্যাজেলউড। প্রথমবারের জন্য এই ধরনের আইসিসি ইভেন্টে (ICC Champions Trophy) গ্রিন ও অ্যাবটের বদলে খেলার সুযোগ পেলেন ম্যাট শর্ট ও আরন হার্ডি। এছাড়া নিজেদের পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিশ্বের এই শক্তিশালী ক্রিকেট টিম কাদেরকে নিয়ে প্রতিযোগিতায় নামতে চলেছে এই বিষয়ে সকলেরই কৌতূহল রয়েছে। তাই দেরি না করে চটজলদি দেখে নেওয়া যাক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারে, ন্যাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।

Advertisements