নিজস্ব প্রতিবেদন : অস্ট্রেলিয়ার মাটিতে তরুণ তুর্কিদের নিয়ে ভারতীয় ক্রিকেট দল টেস্ট সিরিজ জয় করে ইতিহাস তৈরী করেছে। এই টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট অর্থাৎ গাব্বায় যে খেলা হয় সেই খেলায় দুর্দান্ত পারফরম্যান্স যেমন ভারতীয় দলকে জিততে সাহায্য করে ঠিক তেমনি একগুচ্ছ রেকর্ড তৈরি করে দল এবং খেলোয়াড়রা। তবে বর্তমানে সেই সকল রেকর্ডকেও ছাপিয়ে গেলেন এক অজি সমর্থক। তিনি এখন সোশ্যাল মিডিয়ার সবথেকে চর্চার কেন্দ্রবিন্দু।
তিন দশকের বেশি সময়ের পর গাব্বায় অস্ট্রেলিয়াকে হারাতেই ওই অজি সমর্থককে দেখা গেল ভারতের হয়ে গলা ফাটাতে। গায়ে অস্ট্রেলিয়ার জার্সি, খেলা শেষ হওয়ার আগে পর্যন্ত তিনি ছিলেন অস্ট্রেলিয়ার সমর্থক। কিন্তু খেলা শেষ হতেই ওই যুবকের মুখ থেকে বেরিয়ে এলো ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মা তরম’ স্লোগান। আর সেই ভিডিও ফাঁস হতেই হু হু করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি তিনি হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু।
সম্প্রতি ওই অজি সমর্থকের যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিওটি দেখলেই বোঝা যায়, শুধু ওই অজি তরুণই নন, তার সাথে ভারতীয় দলের হয়ে গলা ফাটাচ্ছেন আরও অগুনতি ক্রিকেটপ্রেমী। ওই যুবক কেবলমাত্র শ্লোগানের আহবায়ক। আর বাকিরা তার স্লোগান শুনেই তালে তাল মেলাচ্ছেন।
@CricFansWorld @BCCI @HCICanberra @anirbanganguly @UttamKu84140085 @virendersehwag @bhogleharsha some extraordinary love for India at display at the Gabba this year.?? pic.twitter.com/lAoqTza3Cd
— Dr Ashutosh Misra (@ashutoshmisra70) January 18, 2021
গাব্বা টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের যে দল খেলেছিল সেই দল প্রথম শ্রেণীর তো দূরের কথা দ্বিতীয় শ্রেণীরও নয়। আর এই এই দল নিয়েই ভারতীয় দল টেস্ট জেতায় স্বাভাবিকভাবেই বিশ্বের সংবাদ শিরোনামে উঠে আসে ভারতের ক্রিকেট দল।