Greg Chappell: পাপ বাপকেও ছাড়ে না! গ্রেগ চ্যাপেলের অবস্থা এখন ভিখারি! ভাত জোগাড়ে খাচ্ছেন হিমশিম

Prosun Kanti Das

Published on:

Advertisements

Australian legend Greg Chappell is suffering from financial crisis: গ্রেগ চ্যাপেলের (Greg Chappell) নাম কানে আসলেই সৌরভ গাঙ্গুলীর সাথে তার দ্বন্দ্বের কথা হঠাৎ করে মনে পড়ে যায়। তিনি ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার এবং ভারতের প্রাক্তন কোচ। আন্তর্জাতিক ক্রিকেটকে তিনি দীর্ঘদিন পরিষেবা দিয়ে এসেছেন। সারা বিশ্ব তাকে ভালোভাবেই চেনে। কিন্তু বর্তমানে কেমন আছেন এই দাপুটে ক্রিকেটার তথা কোচ? জানতে হলে আজকের প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ুন।

Advertisements

ক্রিকেট জীবন থেকে অবসর নেওয়ার পর তিনি (Greg Chappell) কোচিং পেশায় নিযুক্ত হয়েছিলেন। ভারতের কোচ হিসেবেও তিনি পরিষেবা দিয়েছেন দীর্ঘ বছর। বর্তমানে তার আর্থিক পরিস্থিতি সত্যিই চমকে দেওয়ার মতো। এত জনপ্রিয় ক্রিকেটার এবং কোচের এরকম পরিস্থিতি হল কেন? এমনকি তাকে থাকতে হচ্ছে একটি ভাড়া বাড়িতে, তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার বন্ধুরা। বর্তমানে কিন্তু ক্রিকেট জগতে টাকার ছড়াছড়ি। তিন ফর্ম্যাটেই প্রচুর টাকা বিনিয়োগ করা হচ্ছে। এছাড়াও, বিশ্বের বিভিন্ন দেশ ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করছে।

Advertisements

এসবের ফলে বর্তমান ক্রিকেটাররা প্রচুর সুযোগ-সুবিধা পাচ্ছেন কিন্তু প্রাক্তন ক্রিকেটাররা এর বেশিরভাগ সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত হয়েছেন। এছাড়া বিজ্ঞাপন এবং অন্যান্য মাধ্যম থেকে বর্তমান ক্রিকেটাররা যে পরিমাণ টাকা আয় করছে প্রাক্তন ক্রিকেটাররা সেই সুযোগ পায়নি। সেই কারণে অর্থ সংকটে ভুগতে হচ্ছে অবসর জীবনযাপনের পর। একই অবস্থা হয়েছে প্রাক্তন ক্রিকেটার তথা কোচ গ্রেগ চ্যাপেল এর (Greg Chappell) সাথে।

Advertisements

তিনি (Greg Chappell) যাতে এই পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি পান তার জন্য অনলাইনে একটি অর্থ সংগ্রহের অভিযান শুরু করা হয়েছে। যার জন্য পুরোপুরি উদ্যোগ নিয়েছে গ্রেগ চ্যাপেলের ঘনিষ্ঠ বন্ধুরা। তার শেষ জীবনটা যাতে ভালোভাবে কাটে সেই জন্য এই উদ্যোগ। ৭৫ বছর বয়সি এই ক্রিকেটার বর্তমানে থাকেন একটি ভাড়া বাড়িতে। যতদিন তিনি ক্রিকেটের সঙ্গে জড়িত ছিলেন তার জীবন ছিল উজ্জ্বল, কিন্তু ক্রিকেট ছাড়ার পর তার দিন কাটানো হয়ে গেছে মুশকিল। আর তার এমন পরিস্থিতি দেখে সৌরভ ভক্তরা শুধু একটি কথা বলছেন ‘পাপ বাপকেও ছাড়ে না’। কেননা তাদের দাবি গ্রেগ চ্যাপেল সৌরভের ওপর অন্যায় করেছিলেন।

তবে তিনি নিজে এই অর্থ সংগ্রহকে সমর্থন করেননি। বরং বলেছেন তাদের সময়কার বহু ক্রিকেটার রয়েছে যাদের সত্যি অর্থের প্রয়োজন। তিনি আরো বলেছেন তার বন্ধুরা মনে করছে তার কাছে পর্যাপ্ত অর্থ নেই তাই তার ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য এই উদ্যোগ। বর্তমান ক্রিকেট দুনিয়া এত উন্নত হয়েছে শুধুমাত্র প্রাক্তন ক্রিকেটারদের জন্যই। তিনি যে সময়টা ভারতীয় দলের কোচ ছিলেন তাকে কালো অধ্যায় বলে মনে করে ভারতীয়রা। শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দ্বন্দ্ব নয় ক্রিকেটারদের মধ্যে বিচ্ছেদ করানোর চেষ্টা তিনি করেছিলেন, এমনটা অনেকেই অভিযোগ করেছেন। তবে ২০০৭ সালে বিশ্বকাপের ব্যর্থতার পর তিনি কোচের চাকরি ছেড়ে দেন।

Advertisements