Howrah-Salt Lake Metro: কলকাতা শহরের অন্যতম পরিবহন ব্যবস্থা হলো মেট্রো। গোটা শহর জুড়ে শিরা উপশিরার মত ছড়িয়ে রয়েছে এই পরিবহন ব্যবস্থা। কয়েকদিন আগে পর্যন্ত ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের অধীনে বউবাজার অংশের কাজ এবং এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশের কাজ নিয়ে। সংশয় সৃষ্টি হয়েছিল আদৌ কি শেষ করা যাবে কলকাতার এইসব অঞ্চলের কাজ? কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডির কথায়, কলকাতার এইসব অংশের মেট্রোর কাজ কবে শেষ হবে তা সত্যিই চিন্তার বিষয় ছিল।
কিন্তু গত শুক্রবার মেট্রো ভবনে সাংবাদিক বৈঠকে কলকাতা মেট্রোর সর্বময় শীর্ষকর্তা এই জেনারেল ম্যানেজার স্পষ্ট করে দিলেন, পরিস্থিতি দিনকে দিন জটিল হয়ে যাচ্ছে। প্রকল্প (Howrah-Salt Lake Metro) কবে চালু হবে সে বিষয়ে সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের জুড়ে দেওয়ার কাজ অত্যন্ত সাবধানতার সঙ্গে করছে মেট্রো কর্তৃপক্ষ। পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকলেও বারংবার সমস্যার সম্মুখীন হওয়ার জন্য তৎক্ষণাৎ কাজ করা সম্ভব হচ্ছে না। সেই কারণেই নির্দিষ্টভাবে কোন দিনের কথা উল্লেখ করা যাচ্ছে না যে, প্রকল্পের কাজ কবে শেষ হবে এবং কবে সম্পূর্ণভাবে মেট্রো চালু হবে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান।
আরো পড়ুন: যাত্রী স্বাচ্ছন্দ্যে নয়া কদম সরকারের, কোথায় কোথায় মিলবে এই নতুন পরিষেবা
বউবাজার অংশে মেট্রো প্রকল্পের কাজ তিন থেকে চারবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। মেট্রোর আধিকারিকরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে প্রায় যুদ্ধকালীন পরিস্থিতিতে তৎপরতার সঙ্গে শেষ করা হচ্ছে এই অংশের কাজ। মেট্রোর ইঞ্জিনিয়ারদের ভূগর্ভের বেশ কয়েকটি অংশে কাজ করতে গিয়ে অত্যন্ত জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। সেই জায়গা থেকেই এই প্রকল্প শেষ হওয়া নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হল। স্বাভাবিকভাবেই জেনারেল ম্যানেজারের এই বক্তব্যে সংশ্লিষ্ট প্রকল্প (Howrah-Salt Lake Metro) অথৈ জলে চলে যাওয়ার সম্ভাবনা বাড়ছে বলে মনে করছে ওয়াকিবহল মহল।
আরো পড়ুন: জানলে অবাক হবেন শিয়ালদহ স্টেশনের অজানা ইতিহাস, ঠিক কোন কারণে নামকরণ হয় শিয়ালদহ?
২০২৪ সালের শুরুর দিকে কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার জানিয়েছিলেন, আগামী বছরের শুরুতেই হয়তো শেষ হয়ে যাবে বউবাজার এলাকার ভূগর্ভের কাজ। ফলে খুব সহজেই জুড়ে যাবে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড। মেট্রো সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে, মেট্রোর কাজ কবে শেষ হবে তা এখনো অব্দি বলা সম্ভব হচ্ছে না এবং পরিস্থিতি অন্যরকম রূপ নিচ্ছে।।
বউবাজার মেট্রোর ভূগর্ভে নানারকম সমস্যা দেখা দিচ্ছে যার ফলে মেট্রোর কাজ দিনকে দিন পিছিয়ে যাচ্ছে। জল বেরোতেও দেখা যায়। ইঞ্জিনিয়ারদের বিপত্তির সম্মুখীন হতে বলে আদৌ এই কাজ সম্পূর্ণ হবে কিনা তা বলা যাচ্ছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, সংশ্লিষ্ট মেট্রো প্রকল্পের রূপায়ণকারী সংস্থা কেএমআরসিএল’এর কর্তাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে।হাওড়া -সল্টলেক মেট্রো (Howrah-Salt Lake Metro) আদৌ হবে কিনা তা বলা সম্ভব হচ্ছে না এই মুহূর্তেই।