Esplanade Metro Station: আর রুট নিয়ে ভুল হবে না, এবার এসপ্লানেড মেট্রো স্টেশনে দুর্দান্ত ব্যবস্থা করে দিল কর্তৃপক্ষ

Prosun Kanti Das

Published on:

Advertisements

The authority draw colored Footprint to avoid mistakes with Esplanade metro station route: সম্প্রতি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। স্টেশন থেকে ২ টো আলাদা রুটের মেট্রো রেলপথ চালু হয়েছে। ১ টি যাচ্ছে হাওড়া ময়দানের উদ্দেশ্যে। আরেকটি যাচ্ছে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য নির্দিষ্ট রেলপথ কোনটি তা বেছে নিতে সমস্যায় পড়ছেন যাত্রীরা। খুব স্বাভাবিকভাবেই মেট্রোরেল কর্তৃপক্ষকে ব্যবস্থা করতে হয়েছে দিক নির্দেশকের। কিন্তু তারপরও সমস্যা সেভাবে মেটেনি। তাই সঠিক দিক নির্দেশ করার জন্য এবার অভিনব এক উদ্যোগ নিল মেট্রোরেল কর্তৃপক্ষ।

Advertisements

এসপ্ল্যানেড মেট্রো রেলস্টেশন (Esplanade Metro Station) থেকে হহাওড়া গামী মেট্রো রেল পথকে গ্রীন লাইন এবং দক্ষিণেশ্বর গামী মেট্রো রেল পথকে ব্লু লাইন দ্বারা চিহ্নিত করা হয়। এবার এই রংকে আরো গুরুত্ব সহকারে ব্যবহার করা হলো দিক নির্দেশক হিসেবে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে সবুজ ও নীল রঙের পায়ের ছাপ (Footprint) এঁকে দেওয়া হয়েছে মাটিতে। এখন আর নির্দিষ্ট রেল পথ খুঁজে নিতে অসুবিধা হবে না কোন যাত্রীর। আপনি যেদিকের রেলপথ ব্যবহার করতে চান সেই রংয়ের পায়ের ছাপ ধরে এগিয়ে গেলেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে পারবেন। এই পদ্ধতি অবলম্বনের ফলে ২ টি আলাদা লাইনের রেলপথ খুঁজে বের করা নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, সেই সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

Advertisements

মেট্রো রেলপথ ব্যবহারকারী নিত্যযাত্রীদের সংখ্যা এখন অনেকটাই বেড়ে গেছে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে (Esplanade Metro Station) এসে মিশেছে কলকাতা মেট্রোর গ্রীন ও ব্লু লাইন। এই স্টেশন থেকে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করেন। মেট্রো স্টেশনের একটি করিডোর থেকে অন্য আরেকটি করেটরে পৌঁছতে গিয়ে রাস্তা হারিয়ে বিপাকে পড়তে হয়েছে বহু যাত্রীকে। তাই এই বিভ্রান্তি দূর করতে, কলকাতা মেট্রোর তরফ থেকে নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়েছে পায়ের ছাপ (Footprint) এবং নির্দেশক চিহ্নকে। গ্রীন লাইন অর্থাৎ হাওড়া গামী ট্রেন ধরার জন্য সবুজ রঙের ফুটপ্রিন্ট অনুসরণ করে এগিয়ে গেলেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো যাবে। আবার দক্ষিণেশ্বর টু কবি সুভাষ মেট্রো রেলস্টেশন গামী রেলপথ ব্যবহার করতে চাইলে মাটিতে আঁকা নীল রঙের তীর চিহ্ন দেখে এগিয়ে গেলেই গন্তব্যে পৌঁছে যাবেন যাত্রীরা।

Advertisements

আরও পড়ুন ? Metro QR Code Ticket: ইস্ট ওয়েস্ট মেট্রো যাত্রীদের জন্য সুখবর, এবার চুটকিতে হবে টিকিট বুকিং

পুরনো ও নতুন দুটি মেট্রো রেল স্টেশনেই এই ব্যবস্থা করা হয়েছে। পুরনো মেট্রো স্টেশনে গেলে দেখা যাবে মাটিতে সবুজ রঙের পায়ের ছাপ (Footprint) আঁকা রয়েছে। যেই পায়ের ছাপ অনুসরণ করে নতুন এসপ্ল্যানেড স্টেশনের (Esplanade Metro Station) হাওড়া গামী রেল পথ অব্দি পৌঁছানো যাবে। সেখান থেকে হাওড়া গামী গ্রীন লাইন মেট্রো পরিষেবা গ্রহণ করতে পারবেন। পথ হারিয়ে অন্য কোথাও পৌঁছে যাবার কোন সম্ভাবনাই থাকবে না। নিশ্চিন্তে কোনরকম বহিরাগত সাহায্য ছাড়াই নিজের গন্তব্যে পৌঁছতে পারবেন যেকোনো যাত্রী।

সুবিধা দেওয়া হচ্ছে দক্ষিণেশ্বরগামী রেলপথের ক্ষেত্রেও। কেউ যদি নতুন তৈরি হওয়া এসপ্ল্যানেড রেলস্টেশনে নামেন, তাহলে সেখানে দেখতে পাবেন নীল রংয়ের নির্দেশক চিহ্ন আঁকা রয়েছে মাটিতে। সেই তীর চিহ্ন অনুসরণ করে এগোলেই তিনি পৌঁছে যাবেন পুরনো এসপ্ল্যানেড রেলস্টেশনে (Esplanade Metro Station)। আর সেখান থেকে গ্রহণ করতে পারবেন দক্ষিণেশ্বর গামী মেট্রো রেলপথের সুযোগ সুবিধা। এছাড়াও সারা মেট্রো স্টেশন জুড়ে ব্যানার, পোস্টার, স্টিকার ইত্যাদি একাধিক নির্দেশক লাগানো রয়েছে নির্দিষ্ট রঙের ভিত্তিতে। কিন্তু এখন প্রশ্ন হল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যে পরিমাণ ভিড় হয়, তাতে মেঝেতে পায়ের ছাপ (Footprint) লক্ষ্য করে এগিয়ে যাওয়া কি আদৌ সম্ভব? সময়ই এর উত্তর দিতে পারবে।

Advertisements