জল বেলুনের ঘায়েই উল্টে গেল আস্ত অটো, হতবাক পথচারীরা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হোলি হোক অথবা দোল, এই দিনটিতে সবাই সকলকে রং দেওয়ার জন্য মেতে ওঠেন। এই রং দেওয়ার জন্য অলিতে-গলিতে আবার অনেক যুবক যুবতীদের ফাঁদ পেতে থাকতে দেখা যায়। হঠাৎ হঠাৎ করে উড়ে আসে জল বেলুন। এই জল বেলুন থেকে বাঁচতে অনেককেই ছোটাছুটি করতে লক্ষ্য করা যায়। কিন্তু এই জল বেলুনের ঘায়ে যে একটি আস্ত অটো উল্টে যেতে পারে, তা হয়তো সকলের ভাবনাতীত।

Advertisements

কিন্তু এই ভাবনাতীত তো ঘটনায় বাস্তবায়িত হতে লক্ষ্য করা গিয়েছে উত্তরপ্রদেশে। আর সেই ঘটনা দেখে স্বাভাবিকভাবেই হতবাক পথচারী থেকে সোশ্যাল মিডিয়ার দর্শকরা। একটা ছোট্ট বেলুন যে কত বড় বিপদ ডেকে আনতে পারে তারই সাক্ষী রইল উত্তরপ্রদেশের বাগপত। পাশাপাশি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর তার সাক্ষী থাকলেন সোশ্যাল মিডিয়ার দর্শকরাও।

Advertisements

হোলির দিন উত্তরপ্রদেশের বাকপাত এলাকায় রাস্তার ধারে একদল যুবক রং খেলায় মেতেছিলেন। তারা সেই সময় নিজেদের মধ্যে রঙে ভরা বেলুন ছোড়াছুড়ি করছিলেন। অন্যদিকে তখনই একটি অটো ওই রাস্তা দিয়ে সজোরে পার হচ্ছিল। তাদের মধ্যে এক যুবক ওই অটোকে লক্ষ্য করে একটি রং ভরা বেলুন ছুঁড়ে দেন। রঙে ভরা সেই বেলুন অটোর কাঁচে গিয়ে ফাটে। সেই সময় অটোচালক ভয়ে সজোরে ব্রেক কষে দেন।

Advertisements

অটোর গতি অনেক বেশি থাকা এবং সজোরে ব্রেক করার কারণে তিন চাকার ওই যানটি সেই মুহূর্তে আর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়নি। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওই রাস্তার মধ্যেই পাল্টি খেয়ে যায়। ঘটনায় গুরুতর আহত হন অটোচালক সহ কয়েকজন যাত্রী। রঙের খেলায় ওই অটোর উপর ইচ্ছাকৃতভাবেই রং ছোড়ার জন্য যুবকরা উদ্যত হলেও তারা কখনও ভেবে উঠতে পারেননি এমন দুর্ঘটনা ঘটে যাবে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ইচ্ছাকৃতভাবেই ওই যুবকরা এইভাবে রাস্তায় চলাচল করা যানবাহনকে লক্ষ্য করে রং ভরা বেলুন ছুঁড়ছিল। সেইমতো এই অটোটিকে লক্ষ্য করেও তারা রং ভরা বেলুন ছোড়েন। ঘটনার পর ভাইরাল হওয়া ভিডিও পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।

Advertisements