নিজস্ব প্রতিবেদন : চলতি মাসের ১৮ই মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছিলেন ২৭ শে মে থেকে রাজ্যে চলবে অটো। সেইমতো আজ থেকে রাজ্যে চালু হলো গণপরিবহনের আর এক মাধ্যম অটো পরিষেবা। তবে এই অটো পরিষেবা চালু হলেও বর্তমান করোনা আবহের কথা মাথায় রেখে যাত্রী ও চালক উভয়কে ৯ দফা নির্দেশিকা মেনে চলতে হবে, এমনটাই জানানো হয়েছে রাজ্য পরিবহণ দপ্তরের তরফ থেকে।
রাজ্য পরিবহণ দপ্তরের থেকে নির্দিষ্ট করে বলে দেওয়া ৯ দফা নির্দেশিকা
১) অটোতে চালক ছাড়া দুজনের বেশি যাত্রী উঠতে পারবেন না। অর্থাৎ অটোচালককে দুজন যাত্রী নিয়েই পরিষেবা দিতে হবে।
২) কোন যাত্রী অটোচালককে বর্তমান নির্দেশিকার বাইরে অতিরিক্ত যাত্রী তোলার ক্ষেত্রে দাবি করতে পারবেন না।
৩) কনটেইনমেন্ট জোন অর্থাৎ করোনা হটস্পট এলাকাগুলিতে অটো বা ই-রিকশা প্রবেশ করার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।
৪) কোন যাত্রী চালকদের কনটেইনমেন্ট জোনে নিয়ে যাওয়ার জন্য জোর দিতে পারবেন না।
৫) প্রতিদিন অটো ও ই-রিকশা ধোয়ার পাশাপাশি ভিতরে ভালো করে স্যানিটাইজ করতে হবে।
৬) প্রত্যেক অটো অথবা ই-রিকশার চালকদের মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে।
৭) অটো অথবা ই-রিকশার চালককে সবসময়ই স্যানিটাইজার রাখতে হবে। যাত্রীদের থেকে ভাড়া নেওয়া এবং টাকা ফেরত দেওয়ার সাথে সাথে হাত স্যানিটাইজ করতে হবে।
৮) যাত্রীদের ক্ষেত্রেও মাস্ক থাকা বাধ্যতামূলক। পাশাপাশি থাকতে হবে স্যানিটাইজার। যদি কারোর কাছে না থাকে তাহলে সে সকল যাত্রীদের গাড়িতে তোলা যাবে না।
৯) বর্তমান পরিস্থিতির বিচারে কনটেইনমেন্ট জোন পরিবর্তন হলেই বদলে যাবে অটোর রুট।
প্রসঙ্গত, আজ থেকে অটো ও ই-রিকশা চলাচল শুরু করার পাশাপাশি শুরু হয়েছে আরও ৪০ টি রুটে সরকারি বাস পরিষেবা। কলকাতা ও শহরতলীর ছাড়াও জেলাগুলিতেও সরকারি বাস পরিষেবা আজ থেকেই শুরু হয়েছে। এই সকল পরিষেবা শুরু হওয়ার পাশাপাশি জানানো হয়েছে সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে এই সকল যানবাহন।